বিনোদন ডেস্ক : দ্বিতীয় সন্তানের মা হয়েছেন কমেডিয়ান ভারতী সিং। বড় ছেলে লক্ষ্যর জন্মের পরে ফের পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। মা হওয়ার পরে ভারতী তার ইউটিউব চ্যানেলেও একটি আবেগঘন মুহূর্ত শেয়ার করেছেন। যেখানে প্রসবের ঠিক আগের দিনের ভয়ংকর স্মৃতি ভাগ করেছেন কমেডিয়ান।ভিডিওতে ভারতীকে কাঁদতে কাঁদতে সেই সময়টা তুলে ধরতে দেখা গেছে।
এর আগে বেশ কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে ‘লাফটার শেফ সিজন ৩’-এর শুটিংয়ের সময়ে ভারতীর পানি ভেঙে (ওয়াটার ব্রেক’ যায়। ফলে তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তবে, ভারতী পরে জানিয়েছিলেন তিনি সেই সময়ে তাঁর বাড়িতেই ছিলেন।
কমেডিয়ান বলেন, ‘তখন সকাল ৬টা বাজে এবং হঠাৎ সব জামাকাপড় ভিজে যায়। আমি ডাক্তারকে ফোন করেছিলাম। তিনি বলেন আমার জল ভেঙে গেছে এবং আমায় যত দ্রুত সম্ভব হাসপাতালে ভর্তি হতে হবে।’
সে দিন সকালের কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি করে রেখেছিলেন ভারতী।
কমেডিয়ান বলেন, ‘গত রাত থেকে আমার একটা অদ্ভুত অস্বস্তি হচ্ছিল। কিন্তু আমি বুঝতে পারছি না কী করব। আমি রীতিমতো কাঁপছি। জামাকাপড়ও ভিজে যাচ্ছিল। বিছানার চাদর পর্যন্ত ভিজে গেছে।বুঝতে পারছি না এর পরে কী হবে। আমি আমার অনুভূতি শেয়ার করতে পারছি না কারো সঙ্গে। দয়া করে প্রার্থনা করুন যেন সব কিছু ঠিকঠাক হয়।’
ভিডিওতে তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়া ভারতীকে হাসপাতালে নিয়ে যেতে দেখা যাচ্ছে। তাঁদের বড় ছেলে লক্ষ্যও ছিল সঙ্গে। হর্ষ জানিয়েছেন, গোলার সময়ে তিনি ভারতীকে ৮-১০ ঘণ্টা ধরে প্রসব যন্ত্রণায় ভুগতে দেখেছিলেন। কিন্তু এ বার সেটা হয়নি। অস্ত্রোপচারের পরে ভারতী বিছানায় শুয়েই একটি ভিডিওতে তুলে ধরেছেন ভয়ঙ্কর সেই অভিজ্ঞতার কথা। তিনি অপারেশন থিয়েটারেই জানতে পেরেছিলেন ছেলেকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। ভারতী বলেছেন, ‘ডাক্তাররা ওর চিকিৎসা করছেন। এবং সেই কারণেই এখনও ওকে দেখতে পাইনি।’
ভারতী আরও বলেন, ‘আমি দুটো বাচ্চার জন্যই জামাকাপড় এনেছি। গোলাপি আর নীল। ও আমার কাছে আসার সঙ্গে সঙ্গেই তোমাদের দেখাব। আমি খুবই উত্তেজিত। গোল্লাও খুব খুশি।’ পাশে বসা হর্ষ মজা করে বলেন, ‘তোমার জীবনে তিনজন ছেলে রয়েছে এখন। একজন রোগা, আর দু’জন মোটা।’
একটা সময়ে ভারতী বলেছিলেন যত দিন না পর্যন্ত তাঁর মেয়ে হচ্ছে, তত দিন তিনি চেষ্টা চালিয়ে যাবেন। তাই ভারতী হর্ষকে উদ্দেশ্য করে বলেন, যদি সে চায় তবে তাঁদের তৃতীয় বাচ্চা হবে। হর্ষ বলেন, ‘না, আমি তোমায় কিছুতেই আর কষ্ট দিতে পারব না।’ যদিও উত্তরটা মনের মতো হয়নি ভারতীর।





