২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

‘আমি বুড়িমা নই’, সংবাদমাধ্যমের শিরোনাম নিয়ে খেপলেন স্বস্তিকা

বিনোদন ডেস্ক: বয়স ৪৪ পেরিয়েছে। আজও ভক্ত-অনুরাগীদের হৃদয়ে ঝড় তোলেন ওপার বাংলার অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। ঠোঁটকাটা হিসেবে বলেন স্পষ্ট কথা। তবে এবার ক্ষোভ প্রকাশ করেছেন সংবাদমাধ্যমের শিরোনাম নিয়ে।সম্প্রতি তার সোশ্যাল মিডিয়ায় এ বিষয়ে মুখ খুলেছেন তিনি। হিন্দুস্তান টাইমস থেকে জানা যায় অভিনেত্রী রবিবার (১৪ সেপ্টেম্বর) ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, কোনো দিন একটা স্বাভাবিক হেডলাইন দেখলাম না। সাধারণ কথা বললেই ‘ফেটে পড়লেন স্বস্তিকা’, ‘গর্জে উঠলেন স্বস্তিকা’, ‘বোমা ফাটালেন স্বস্তিকা’, ‘বিস্ফোরণ ঘটালেন স্বস্তিকা’ এই ধরনের শব্দ ব্যবহার করা হয়। এরই পরিপ্রেক্ষিতে তিনি দৃঢ় স্বরে জানান, মাই নেম ইস স্বস্তিকা মুখোপাধ্যায় অ্যান্ড আই অ্যাম নট বুড়িমা।
স্বস্তিকা মুখার্জি এই খোলাখুলি পোস্ট মুহূর্তে ভক্তদের মধ্যে সাড়া ফেলে। অল্প সময়েই সেটি নিয়ে আলোচনা শুরু হয়। অনেকেই পোস্টে কমেন্ট করেছেন। স্বস্তিকার সেই পোস্টে একজন মজার ছলে লেখেন, এটা কিন্তু একেবারে সেরা।আরেকজন লিখেছেন, দিদি, তুমি সত্যিই বম্বশেল।এর আগেও এক সাক্ষাৎকারে তিনি একই আক্ষেপের কথা তুলে ধরেছিলেন। স্বস্তিকার বক্তব্য, আমি যদি গাজা নিয়ে মন্তব্য করি, খবরের কাগজে লেখা হয় ‘গাজা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন স্বস্তিকা’। অথচ বিস্ফোরণ তো আসলে সেখানেই ঘটছে। সাংবাদিকরা নিজেদের সুবিধার জন্য এসব ‘বিস্ফোরক’ বা ‘বিতর্ক’ শব্দ ব্যবহার করেন।অথচ আমার বলা কথাগুলো খুব সাধারণ, কোনো অসাধারণ কিছু নয়।

আরও পড়ুন