আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তান সীমান্তের কাছে দুটি পৃথক অভিযানে ৩১ জন স্থানীয় পাকিস্তান তালেবান (টিটিপি) যোদ্ধাকে হত্যা করেছে বলে জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। ওই অঞ্চলটিতে সম্প্রতি গোষ্ঠিটির উপস্থিতি বেড়েছে।এ ঘটনা এমন সময় ঘটল যখন শনিবার পার্শ্ববর্তী জেলায় এক হামলায় ১২ জন পাকিস্তানি সেনা নিহত হয়। টিটিপি ওই হামলার দায় স্বীকার করেছিল।সেনাবাহিনী সোমবার রাতে প্রকাশিত এক বিবৃতিতে জানিয়েছে, তারা সপ্তাহান্তে ৩১ জন ‘খারিজি’কে হত্যা করেছে। পাকিস্তানি কর্তৃপক্ষ সম্প্রতি টিটিপি যোদ্ধাদের বোঝাতে এই শব্দটি ব্যবহার করছে। বিবৃতিতে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিরুদ্ধে গোষ্ঠিটিকে সমর্থন দেওয়ার অভিযোগ করা হয়। পারমাণবিক অস্ত্রধারী দুই দেশ দীর্ঘদিন ধরে একে অপরের বিরুদ্ধে জঙ্গি গোষ্ঠীগুলোকে সহায়তা করে অস্থিতিশীল করার অভিযোগ করে আসছে।ওই বিবৃতিতে বলা হয়, ‘ভারতের পৃষ্ঠপোষকতাপ্রাপ্ত অন্য কোনো জঙ্গিকে নির্মূল করতে স্যানিটাইজেশন অভিযান চলছে।’ ২০২১ সালে আফগান তালেবান কাবুলে ক্ষমতায় ফেরার পর থেকে আফগানিস্তান সীমান্তবর্তী এলাকায় জঙ্গি তৎপরতা বেড়েছে। নিরাপত্তা কর্মকর্তারা এএফপিকে জানিয়েছেন, গত দুই মাসে টিটিপির উপস্থিতি আরো বেড়েছে।
পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র অভিযান চালানো টিটিপি, আফগান তালেবান থেকে আলাদা একটি গোষ্ঠী হলেও ঘনিষ্ঠভাবে যুক্ত।ইসলামাবাদ অভিযোগ করছে, প্রতিবেশী আফগানিস্তান জঙ্গিদের বহিষ্কার করতে ব্যর্থ হয়েছে, যারা আফগান ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানে হামলা চালাচ্ছে। তবে কাবুলের কর্তৃপক্ষ এ অভিযোগ অস্বীকার করেছে।
এএফপির তথ্য অনুযায়ী, এ বছর এখন পর্যন্ত ৪৬০ জনের বেশি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নিরাপত্তা বাহিনীর সদস্য। এসব হামলা হয়েছে উত্তর-পশ্চিমের খাইবার পাখতুনখোয়া ও দক্ষিণের বেলুচিস্তান প্রদেশে।গত বছর ছিল প্রায় এক দশকের মধ্যে পাকিস্তানের সবচেয়ে প্রাণঘাতী বছর।ইসলামাবাদ-ভিত্তিক সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ জানিয়েছে, ২০২৩ সালে এক হাজার ৬০০ জনের বেশি নিহত হয়েছিল, যাদের প্রায় অর্ধেকই সেনা ও পুলিশ কর্মকর্তা।
