ক্রীড়া ডেস্ক: জমজমাট লড়াই শেষে চট্টগ্রাম বিভাগীয় আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে খাগড়াছড়ি জেলার পানছড়ি সরকারি কলেজ। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে অনুষ্ঠিত ২য় সেমিফাইনালে তারা টাইব্রেকারে ৫-৪ গোলের ব্যবধানে কক্সবাজার সিটি কলেজকে পরাজিত করেছে। এর আগে খেলাটি ০-০ গোল সমতায় শেষ হয়। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর ২টায় ফাইনালে একই জেলার মাটিরাঙ্গা সরকারি ডিগ্রী কলেজের মুখোমুখি হবে পানছড়ি সরকারি কলেজ, যারা সোমবার প্রথম সেমিফাইনালে ১-০ গোলে রাঙ্গুনিয়া সরকারি কলেজকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছিল।খেলা শেষে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ জিয়াউদ্দিন। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) নুসরাত সুলতানা।চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসার আবদুল বারী ফাইনাল খেলাটি উপভোগ করার জন্য ক্রীড়াপ্রেমী দর্শক ও সংশ্লিষ্টদের উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন।





