নিজস্ব প্রতিবেদক: বাকলিয়া উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন উপলক্ষে আলোচনা সভা, ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ-২০২৫ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন এমইবি গ্রুপের এমডি ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব শামশুল আলম। আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, চট্টগ্রামের উপ-পরিচালক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. দিদারুল আলমের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যক্ষ আবদুর রশিদ আল কাদেরী, স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু তাহের, অতিথির মধ্যে ছিলেন কর্নফুলী থানা শিক্ষা অফিসার জয়ন্ত বাডৈ, মহানগর বিএনপির সাবেক আপ্যায়ন বিষয়ক সম্পাদক মো. আবদুল আজিজ, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ শাহজাহান, এমদাদ উল্লাহ বাবুল, মো. ইসমাঈল বাবুল, নুরুল হোসাইন, মো. ইব্রাহিম বাচ্চু, মো. সালাহ উদ্দীন, মো. আলমগীর,, কেএম মঞ্জুর আলম, মো. জাহাঙ্গীর আবদুল মতিন কোম্পানীসহ স্থানীয় বিএনপি-জামাত নেতৃবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীরা।
প্রথম অধিবেশনে শিক্ষার্থীদের অংশগ্রহনে শ্রেনি ভিত্তিক কুইজ প্রতিযোগিতা, মহানবী (সঃ) এর জীবনীর উপর রচনা ও হামদ-নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মোহাম্মদ আনোয়ার হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত ২য় অধিবেশনে প্রধান আলোচক অধ্যক্ষ মো. আবদুর রশিদ আল কাদেরী বলেন, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) হলো এমন এক মহিমান্বিত দিন, যেদিন মহানবী হযরত মুহাম্মদ (সা.) এ পৃথিবীতে আগমন করেন। তিনি বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে প্রেরিত হয়েছেন।
সভাপতির বক্তব্য বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. দিদারুল আলম বলেন, আজকের এই মাহেন্দ্রক্ষণে আমরা একত্রিত হয়েছি মহানবী হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্মদিন উপলক্ষ্যে ঈদে মিলাদুন্নবী (সা.) পালনের জন্য। পৃথিবীতে তাঁর আগমন মানবজাতির জন্য ছিল সবচেয়ে বড় রহমত, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা “রহমাতুল্লিল আলামীন” হিসেবে প্রেরণ করেছেন।
প্রধান অতিথি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, আজকের দ্বন্দ-সংঘাতময় বিশ্বে মহানবী (সঃ) এর অনুপম জীবনাদর্শ, তাঁর সার্বজনীন শিক্ষা ও সুন্নাহর অনুসরনই একমাত্র মুক্তির পথ। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আমাদের জন্য আত্মশুদ্ধি, শিক্ষা ও অনুপ্রেরণার উৎস। মহানবী হযরত মুহাম্মদের (সা.) জীবনদর্শনই মানবতার সর্বোত্তম মডেল। তিনি মানবকল্যাণ, ন্যায়পরায়ণতা, ভ্রাতৃত্ববোধ ও দয়া-দাক্ষিণ্যের যে শিক্ষা দিয়ে গেছেন, তা শুধু মুসলমানদের জন্য নয়, বরং পুরো বিশ্বের মানবজাতির জন্য একটি আলোকবর্তিকা। পরে আমন্ত্রিত অতিথিবৃন্দ ১ম অধিবেশনের বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
