অনলাইন ডেস্ক : আওয়ামী লীগের জন্য দুটি পথ খোলা আছে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে ক্ষমা চেয়ে, বিচারের মুখোমুখি হয়ে নতুন নেতৃত্বে উত্থানের সুযোগ পেতে পারে বলে জানিয়েছেন তিনি।সম্প্রতি বেসরকারি একটি টেলিভিশন টকশোতে অংশ নিয়ে ‘আওয়ামী লীগ গেরিলা পথে ফিরতে চায় কিনা’ সঞ্চালকের এমন প্রশ্নের উত্তরে এসব কথা বলেন মঞ্জু।তিনি বলেন, আওয়ামী লীগের সামনে দুটি পথ খোলা আছে।প্রথমটি হলো তাদের ‘২৪-এর গণঅভ্যুত্থানে গণহত্যার দায়ে ক্ষমা চাইতে হবে এবং জড়িতদের বিচারের মুখোমুখি হতে হবে। তবে একই নামে, নেতৃত্বে রাজনীতিতে আওয়ামী লীগ ফিরতে পারবে না।কোনো গণহত্যাকারী দল একই রূপে ফিরে আসতে পারে না। তবে শক্তি হিসেবে থাকতে পারে।
দ্বিতীয়টি পথ হলো চোরাগুপ্তা। যেটি আমরা আশঙ্কা করছি, আওয়ামী লীগ সহিংসতা সৃষ্টি করে দেশটি আনস্টেবল করার চেষ্টা করবে। এতে আওয়ামী লীগ আরো ক্ষয়িষ্ণু হবে। তবে এই গুপ্ত রাজনীতি ক্ষমতায় ফেরার নজির নেই।
আর যদি আমরা যারা ক্ষমতায় যাবো তারা যদি আওয়ামী লীগের চেয়ে ভয়ংকর আচরণ করি, যাদের বর্বরতা আওয়ামী লীগের কর্মকাণ্ডকেও হার মানায়, তখন একটা রেফারেন্স তৈরি হতে পারে আওয়ামী লীগই ভালো ছিল। ‘২৪-এর গণহত্যার দৃশ্যের পাল্টা কোনো দৃশ্য যদি সামনে হাজির না হয় তবে ‘২৪-এর গণহত্যাকারীরা কখনও রাজনীতিতে ফিরতে পারবে না।
