১৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

অস্ট্রিয়ায় স্কুলে বন্দুক হামলা, নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলের শহর গ্রাজে একটি হাইস্কুলে ভয়াবহ বন্দুক হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেশ কয়েকজন শিক্ষার্থীও রয়েছে।হামলার ঘটনায় শহরজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।মঙ্গলবার (১০ জুন) স্থানীয় সময় সকাল ১০টার দিকে ড্রেইয়ার্সচুটজেনগাসে অবস্থিত একটি উচ্চ বিদ্যালয়ে হঠাৎ গুলির শব্দ শোনা যায়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ ও বিশেষ বাহিনী। মোতায়েন করা হয় হেলিকপ্টারও।
গ্রাজের মেয়র এলকে কাহর অস্ট্রিয়ার সংবাদ সংস্থা এপিএকে জানান, হামলায় এখন পর্যন্ত নয়জন নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে। পরে জানা যায়, বন্দুকধারীও নিহত হয়েছে, ধারণা করা হচ্ছে সে নিজেই আত্মহত্যা করেছে।
সংবাদ সংস্থা এপিএ জানিয়েছে, নিহতদের মধ্যে সাতজন শিক্ষার্থী এবং একজন প্রাপ্তবয়স্ক রয়েছে। পুলিশের ধারণা, হামলাকারী নিজেও একই স্কুলের একজন ছাত্র ছিল।এ ঘটনায় হামলাকারীর পরিচয় এবং তার উদ্দেশ্য জানার চেষ্টা চলছে। পুলিশ জানিয়েছে, অভিযান এখনো চলছে এবং পুরো এলাকা ঘিরে রাখা হয়েছে।

আরও পড়ুন