অনলাইন ডেস্ক: সাইবার মামলায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শারীরিক শিক্ষা দপ্তরের সহকারী পরিচালক সেলিনা বেগমের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সাইবার মামলায় বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) তিনি জামিন আবেদন করলে শুনানি শেষে তা খারিজ করে বরিশাল অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম শরিয়তউল্লাহ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গত ৫ ডিসেম্বর সাইবার ট্রাইব্যুনালে বরিশাল জেলা কালচারাল কর্মকর্তা হাসানুর রশিদ (বর্তমানে ভোলায় কর্মরত) মামলাটি দায়ের করেছিলেন।বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবুল কালাম আজাদ ইমন বলেন, ‘আদালত ও তদন্তকারী কর্মকর্তাকে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তি করায় আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার জামিন নামঞ্জুর করে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
বিবাদীর বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অস্বাভাবিক সম্পর্ক, ব্ল্যাকমেইল ও শারীরিক নির্যাতনের অভিযোগ রয়েছে। বাদী লালমনিরহাট জেলা শিল্পকলা একাডেমির সাবেক কালচারাল কর্মকর্তা থাকাকালীন তাকে অফিসকক্ষে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নতুন করে আলোচনায় আসে।’




