অনলাইন ডেস্ক : ময়মনসিংহের শেরপুর-৩ (শ্রীবর্দী-ঝিনাইগাতী) সংসদীয় আসনে নির্বাচনী ইশতেহার ঘোষণার মঞ্চে চেয়ারে বসা নিয়ে সংঘর্ষে নিহত জামায়াত নেতা মাওলানা রেজাউল করিমের ময়নাতদন্ত শেষে লাশ নিয়ে যাওয়া হচ্ছে শ্রীবর্দী উপজেলার গড়জরিপা ইউনিয়নের চাউলিয়া গ্রামে। এর আগে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিহতের সুরতহাল রিপোর্ট তৈরির পর ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে।বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিহতের লাশ ময়নাতদন্ত শেষে নগরীর আল মানার এতিমখানায় গোসল করানো হয়।সেখান থেকে লাশ নিজ বাড়িতে নিয়ে যাওয়ার পর বিকেল ৫টায় শ্রীবর্দী সরকারি কলেজ মাঠে প্রথম জানাজা এবং রাত সাড়ে ৮টায় নিজ গ্রাম গোপালখিলা স্কুলের খেলার মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।নিহতের ছোট ভাই শ্রীবর্দী মথুরাধি দাখিল মাদরাসার শিক্ষক মো. মাসুদুর রহমান এতথ্য নিশ্চিত করে জানান, আমার ভাইকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি। তবে এখন পর্যন্ত এ ঘটনায় থানায় মামলা হয়নি বলে জানান তিনি।এর আগে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাশ ঘরে নিহতের সুরতহাল রিপোর্ট তৈরি করেছেন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মাসুদ জামালী।
তিনি জানান, নিহতের মাথার পেছন দিকে থেতলানো অবস্থা দেখা গেছে। এছাড়াও তার কপাল এবং নাকে আঘাতের চিহ্ন রয়েছে।
নিহত মাওলানা রেজাউল করিম শ্রীবর্দী উপজেলার গড়জরিপা ইউনিয়নের চাউলিয়া এলাকার বাসিন্দা ও মাওলানা আব্দুল আজিজের ছেলে। তিনি শ্রীবর্দী উপজেলার ফতেহপুর ফাজিল মাদরাসার আরবি বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন।প্রসঙ্গত, বুধবার বিকেলে ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মাঠে জাতীয় সংসদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে নির্বাচনী ইশতেহার পাঠের আয়োজন করে উপজেলা প্রশাসন। এতে বিভিন্ন দলের প্রার্থীরা মঞ্চে অবস্থান নেন। প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে স্থানীয় বিএনপি ও জামায়াতের কয়েকজন কর্মী-সমর্থকের মধ্যে প্রথমে হট্টগোল শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় রূপ নেয়। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়।পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে ভর্তি করে। এর মধ্যে মাওলানা রেজাউল করিমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।




