অনলাইন ডেস্ক: প্রেমের টানে জামালপুরে এসেছিলেন চীনা যুবক ওয়াং নাং (৩২)। তবে বিয়ে না করেই বাংলাদেশ থেকে বিদায় নিয়েছেন তিনি। গতকাল মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে জামালপুর সদর থানার নরুন্দি তদন্ত কেন্দ্রের পুলিশ তাকে ঢাকাগামী বাসে তুলে দেন।স্থানীয়রা জানান, চীনের সিচুয়ান প্রদেশের বাসিন্দা ওয়াং নাংয়ের সঙ্গে জামালপুর সদর উপজেলার বাঁশচড়া এলাকার এক তরুণীর ফেসবুকে পরিচয় হয়।
সেই পরিচয় থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় এক মাস যোগাযোগের পর গত সোমবার সকালে তিনি ঢাকায় পৌঁছান। পরে বিমানবন্দর থেকে ওই তরুণী ও তার বাবা তাকে নিয়ে রাতেই জামালপুরে যান। চীনা যুবক গ্রামে পৌঁছানোর খবর ছড়িয়ে পড়লে তাকে একনজর দেখতে স্থানীয়দের ভিড় জমে।পরিস্থিতি স্বাভাবিক রাখতে মঙ্গলবার দুপুরে ইউনিয়ন পরিষদে ডেকে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়। পরে তরুণীর পরিবার বিয়েতেও সম্মতি জানান।
বাঁশচড়া ইউনিয়ন পরিষদ সদস্য মো.আব্দুল মান্নান বলেন, ‘মেয়ের পরিবার ও ওই যুবককে পরিষদে আনা হয়েছিল। বিদেশি নাগরিক তিনি খ্রিস্টান ধর্মের।আলোচনার মাধ্যমে ওই যুবককে পাঠিয়ে দেওয়া হয়েছে।’
বাঁশচড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল আউয়াল বলেন, ‘ইসলাম ধর্ম গ্রহণ করে বিয়েতে সম্মত হননি। এ কারণে মেয়ের পরিবার বিয়েতে রাজি ছিল না। পরে তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে।’নরুন্দি তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক সজীব রহমান বলেন, ‘চীনের নাগরিক ওয়াং নাংকে মঙ্গলবার বিকেলে ঢাকার বাসে তুলে দেওয়া হয়েছে।





