২৮শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সরকারের উদ্দেশে ন্যান্‌সির খোলা চিঠি

বিনোদন ডেস্ক : প্লেব্যাকের সঙ্গে জড়িত শিল্পীদের চলচ্চিত্রশিল্পী হিসেবে বিবেচনা এবং সে অনুযায়ী সুযোগ-সুবিধা দেওয়ার দাবি তুলেছেন নাজমুন মুনিরা ন্যান্‌সি। সোমবার মধ্যরাতে সরকারের উদ্দেশে একটি খোলা চিঠি দিয়েছেন ফেসবুকে। সেখানে চলচ্চিত্রের সংগীতসংশ্লিষ্টদের পক্ষে তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেছেন। ন্যান্‌সির দাবি, চলচ্চিত্রের বিভিন্ন পুরস্কার ও স্বীকৃতি পেলেও প্লেব্যাকের মানুষরা বিএফডিসির সুযোগ-সুবিধা পান না।এমনকি এফডিসিতে যেসব সংগঠন আছে, সেগুলোতেও তাঁদের সদস্যপদ নেই। এসব বিবেচনায় রেখে এফডিসিতে প্লেব্যাক শিল্পীদের একটি নির্দিষ্ট কার্যালয় এবং যাবতীয় সুযোগ প্রদানের আহবান জানিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই কণ্ঠশিল্পী।

আরও পড়ুন