স্পোর্টস ডেস্ক : ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ভারত ও পাকিস্তানের ক্রিকেটীয় সম্পর্কের উত্তেজনা মাঠ পেরিয়ে এখন বাকযুদ্ধে রূপ নিয়েছে। রাজনীতি ও ক্রিকেটকে মিলিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান মহসিন নকভির সাম্প্রতিক মন্তব্যের কড়া জবাব দিয়েছেন ভারতের সাবেক কিংবদন্তি ক্রিকেটার কৃষ্ণমাচারি শ্রীকান্ত। ১৯৮৩ বিশ্বকাপজয়ী এই তারকা সরাসরি জানিয়ে দিয়েছেন, মাঠে এসে নাকানিচুবানি খাওয়ার চেয়ে পাকিস্তানের জন্য বিশ্বকাপ বয়কট করাই হবে বুদ্ধিমানের কাজ।
সম্প্রতি পিসিবি প্রধান মহসিন নকভি ইঙ্গিত দিয়েছিলেন, নিরপেক্ষ ভেন্যুর দাবি পূরণ না হওয়ায় বাংলাদেশকে যেভাবে বিশ্বকাপ থেকে বাদ পড়তে হয়েছে, তার প্রতিবাদে পাকিস্তানও টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াতে পারে।নকভির এই ‘রাজনৈতিক চাল’ নিয়ে ক্রিকেট বিশ্বে যখন আলোচনা তুঙ্গে, ঠিক তখনই পাল্টা তোপ দাগলেন শ্রীকান্ত।নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে শ্রীকান্ত বলেন, “গত ম্যাচে (নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে) ভারত ১৫.২ ওভারে ২০৯ রান করেছে। এই ম্যাচে (তৃতীয় ম্যাচে) ১০ ওভারে করেছে ১৫৫। এসব দেখে অনেক দলই হয়তো বলবে, ‘না বাবা, আমরা আসছি না, তোমরাই কাপ রাখো’।
আরে পাকিস্তান, তোমাদের আসার দরকার নেই। তোমাদের মহসিন নকভি তো বয়কটের কথা বলছেনই, তাহলে এসো না। আসলে স্রেফ থাপ্পড় (চরম হার) খাবে। কলম্বোয় মারা ছক্কা গিয়ে পড়বে মাদ্রাজে।সাবধান! সেরা অপশন হলো দূরে থাকা। একটা উছিলা খুঁজে বের করো আর আসা বন্ধ করো। এই ছেলেগুলো (ভারতীয় দল) তোমাদের খুব মারবে।”শ্রীকান্ত আরও যোগ করেন, বর্তমান ভারতীয় দলের যে বিধ্বংসী ব্যাটিং রূপ, তেমনটা তিনি টি-টোয়েন্টি ক্রিকেটে আগে কখনো দেখেননি। এটি বিশ্ব ক্রিকেটের সব দলের জন্যই একটি সতর্কবার্তা।এদিকে বিশ্বকাপের জন্য পাকিস্তান দল ঘোষণা করা হলেও রাজনৈতিক জটিলতা কাটেনি। লাহোরে খেলোয়াড় ও কোচদের সঙ্গে এক সভায় মহসিন নকভি জানিয়েছেন, বিশ্বকাপে অংশগ্রহণের ব্যাপারে এক সপ্তাহের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পাকিস্তান সরকার। তিনি বলেন, ‘আমরা সরকারের নির্দেশনার অপেক্ষায় আছি। সরকার যদি আমাদের ভারতে যেতে নিষেধ করে, আমরা সেটাই অনুসরণ করব।’





