অনলাইন ডেস্ক : ঢাকা-৮ আসনের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী নাসীরুদ্দীন পাটোয়ারীর ওপর হামলার অভিযোগকে কেন্দ্র করে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন দলটির নেতাকর্মী ও সমর্থকরা। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে শান্তিনগর এলাকায় খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হয়ে তারা প্রতিবাদ জানাতে শুরু করেন।বিক্ষোভকারীরা হামলার নিন্দা জানিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং ঘটনার বিচার দাবি করেন। এনসিপির পাশাপাশি ইসলামী আন্দোলন বাংলাদেশ ও হেফাজতে ইসলামের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও কর্মসূচিতে অংশ নেন বলে জানা গেছে।পরে মিছিলটি শান্তিনগর এলাকা থেকে মৌচাকের দিকে এগিয়ে যায়।
এর আগে একই দিন দুপুর ১২টার দিকে পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে নাসীরুদ্দীন পাটোয়ারী শান্তিনগরের হাবিবুল্লাহ বাহার কলেজে আয়োজিত একটি পিঠা উৎসবে অতিথি হিসেবে যোগ দিতে যান। সেখানে তার ওপর হামলা চালানো হয় বলে ফেসবুকে দেওয়া এক পোস্টে অভিযোগ করেন তিনি।নাসীরুদ্দীন পাটোয়ারী দাবি করেন, ছাত্রদল পরিচয়ে কিছু ব্যক্তি তাকে লক্ষ্য করে ডিম, পচা পানি ও ইটপাটকেল নিক্ষেপ করে এবং ‘ধানের শীষ’ স্লোগান দেয়।তিনি ঘটনাটিকে পরিকল্পিত হামলা উল্লেখ করে এর বিচার দাবি করেন।
তবে প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, গণসংযোগ চলাকালে স্থানীয় ছাত্রদল নেতাকর্মীরা সেখানে উপস্থিত হয়ে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে শুরু করলে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এতে ওই এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।
ঘটনার পর নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, একটি গণতান্ত্রিক নির্বাচনে সবার সমানভাবে প্রচারণা চালানোর অধিকার রয়েছে, কিন্তু তাদের কর্মসূচিতে বাধা দেওয়া হয়েছে।তিনি হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।





