কক্সবাজার প্রতিনিধি : মায়ানমারের অভ্যন্তরে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী ও রোহিঙ্গা সশস্ত্র বাহিনীর মধ্যে সংঘটিত গোলাগুলির ঘটনায় কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে দুই বাংলাদেশি কিশোর গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে।আহত কিশোররা হলো-— হোয়াইক্যং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কানজরপাড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ তোফায়েলের ছেলে মোহাম্মদ সোহেল (১৩) এবং একই এলাকার মো. ইউনুছের ছেলে ওবায়দ উল্লাহ (১৫)। তারা দুজনই বাংলাদেশি নাগরিক।মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে নাফ নদসংলগ্ন হোয়াইক্যং সীমান্তের কানজরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম।
আহতদের পরিবার সূত্রে জানা গেছে, আজ সকালে নাফ নদে মাছ ধরার সময় হঠাৎ মায়ানমার অংশে সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে গোলাগুলি শুরু হয়। একপর্যায়ে সেখান থেকে ছোড়া গুলি সীমান্ত অতিক্রম করে দুই কিশোরের শরীরে এসে লাগে। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান।বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছে।
বিজিবির ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, মায়ানমারের অভ্যন্তরে বেলা ১১টার দিকে গোলাগুলির ঘটনা ঘটে। আহত কিশোররা মায়ানমার সীমান্তবর্তী এলাকায় অবস্থানকালে গুলিবিদ্ধ হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।পাশাপাশি সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং টহল জোরদার করা হয়েছে।
এর আগে গত ১১ জানুয়ারি হোয়াইক্যং সীমান্ত এলাকায় মায়ানমার থেকে ছোড়া গুলিতে হুজাইফা আফনান নামের এক বাংলাদেশি শিশু গুলিবিদ্ধ হয়ে ঢাকা হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন রয়েছে। এ ছাড়া ১২ জানুয়ারি একই সীমান্ত এলাকায় নাফ নদতে মাছ ধরতে গিয়ে মাইন বিস্ফোরণে মো. হানিফ নামের এক যুবক গুরুতর আহত হন।





