অনলাইন ডেস্ক: পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ইউনিয়নে বিএনপি ও এর সহযোগী সংগঠন মৎস্যজীবী দলের এক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি জালাল হাওলাদার দুধ দিয়ে গোসল করে জামায়াতে যোগ দিয়েছেন। এ সময় স্থানীয় জামায়াত নেতারা উপস্থিত ছিলেন। সোমবার রাতে ওই উপজেলার বগা ইউনিয়নে আয়োজিত এক কর্মসূচিতে জালাল হাওলাদারকে নিয়ে ব্যতিক্রমী এ যোগদান অনুষ্ঠানের আয়োজন করেন স্থানীয় জামায়াতে ইসলামী।জানা গেছে, যোগদান উপলক্ষে তাকে এক কলস দুধ দিয়ে গোসল করানো হয়, যা স্থানীয়দের মধ্যে আলোচনার সৃষ্টি করে।এ সময় যোগদানকারী নেতা জালাল হাওলাদার স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও যুবদলের তিন শতাধিক নেতাকর্মী নিয়ে জামায়াতে যোগদানের দাবি করলেও তখন অন্য যোগদানকারী কাউকে দেখা যায়নি। গোসল করানোসহ ওই যোগদান অনুষ্ঠানে দাঁড়িপাল্লা প্রতীকের পটুয়াখালী-২ আসনের প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ উপস্থিত ছিলেন। তিনি নিজ হাতে জালাল হাওলাদারকে দুধ দিয়ে গোসল করিয়ে নতুন দলে স্বাগত জানান। পরে বগা ১২১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত যোগদান সভায় ড. শফিকুল ইসলাম মাসুদ বক্তব্য রাখেন।তিনি বলেন, ন্যায়নীতি ও আদর্শভিত্তিক রাজনীতির মাধ্যমেই জনগণের আস্থা ফিরিয়ে আনা সম্ভব।
এ বিষয়ে বাউফল উপজেলা বিএনপির আহ্বায়ক তছলিম তালুকদার বলেন, জালাল হাওলাদার আমাদের দলের নয়। উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদারের লোক। আওয়ামী লীগের উপজেলা শীর্ষ নেতাদের সঙ্গে তার অসংখ্য ছবি রয়েছে।জুলাই অভ্যুত্থানের পর বগা ইউনিয়নে মৎস্যজীবী দলে অনুপ্রবেশ করে এলাকায় নানা অপকর্ম করেছে। বরং তার চলে যাওয়াতে দল শুদ্ধ হয়েছে।





