২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এবার কিশোরদের কানধরে উঠবোস করালেন সর্বমিত্র চাকমা, ভিডিও ভাইরাল

অনলাইন ডেস্ক : এবার ডাকসুর কার্য নির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা লাঠি হাতে এক দল খেলতে আসা কিশোরদের কান ধরে উঠবোস করিয়েছেন- এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, লাঠি হাতে একদল কিশোরের দিকে এগিয়ে যাচ্ছেন, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠে খেলতে এসেছিলেন। তারা নিজেরা কান ধরে উঠবোস করছেন। লাঠি হাতে সর্বমিত্র চাকমা তাদের দিকে তেড়ে যাচ্ছেন।ছড়িয়ে পড়া ভিডিওটি গত ৬ জানুয়ারির বলে বিভিন্ন ফেসবুক পেইজে বলা হচ্ছে। এ ভিডিও ছড়িয়ে পড়ার পর সর্বমিত্র চাকমার ওপর ক্ষোভ প্রকাশ করছেন সাধারণ সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা।
আবিদুর রহমান নামের একজন ভিডিওটি পোস্ট করে লিখেছেন, ডাকসু সদস্য সর্বমিত্র চাকমা প্রক্টরের দায়িত্ব হাতে তুলে নিয়ে বাচ্চাদের কানে ধরে উঠবস করাচ্ছে। অপরাধ: বিশ্ববিদ্যালয়ের মাঠে খেলতে এসেছে।অথচ বাচ্চারা কোনো অন্যায় করে থাকলে তার বিচারের দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনের। এটাই শিবিরের শাসন ব্যবস্থার নমুনা। এইটুক ক্ষমতাকে পুজি করেই এই অবস্থা করতেছে।
ডাকসুতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত জিএস প্রার্থী ছিলেন তানভীর বারী হামীম।
তিনি রীতিমতো ক্ষোভ উগরে দিয়ে নিজের ফেসবুকে লিখেছেন, সর্বমিত্র চাকমা নামক এ আজিব প্রাণীটার আগমন ঢাবিতে হলো কিভাবে…আল্লাহই ভালো জানেন।এ প্রাণীটাকে কোন চিড়িয়াখানায় পাঠানো যায় নাকি মাসায় মারা সাফারী পার্কে পাঠানো উচিত?
মনোয়ার হোসেন নামের একজন লিখেছেন, ঢাকা শহরে ছোট বাচ্চাদের খেলার জায়গাগুলাকে সিস্টেম্যাটিকালি মুছে দেয়া হয়েছে,কোন কিশোর যদি নিয়ম না বুঝে কোনও এলাকায় প্রবেশ করে, তাহলে প্রাচ্যের অক্সফোর্ড এর শিক্ষার্থীদের উচিত সুন্দর ভাষায় বুঝিয়ে বলা। লাঠি হাতে, কান ধরিয়ে ভীতিকর পরিস্থিতির উদ্রেক করে শাসন করার এখতিয়ার সর্বমিত্র চাকমাকে কে দিয়েছে? সেখানে দেশের সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠের শিক্ষার্থী, দিনে দুপুরে নিজের অদৃশ্য ক্ষমতার ছড়ি ঘুরিয়ে সাধারণ জনগণের মনে আমাদের সম্মানহানি ছাড়া আর কিছু করছে না।এর আগে এক বৃদ্ধকে লাঠি হাতে তেড়ে গিয়ে সমালোচনায় পড়েছিলেন সর্বমিত্র চাকমা।

আরও পড়ুন