২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শারীরিক গড়ন নিয়ে তীব্র কটাক্ষের শিকার আমিরকন্যা

বিনোদন ডেস্ক : চেহারা ও শারীরিক গঠন নিয়ে কটাক্ষ—নতুন নয়। এবার সেই তির্যক মন্তব্যের শিকার হলেন বলিউড তারকা আমির খানের কন্যা আইরা খান। সম্প্রতি মুম্বাই ম্যারাথনে অংশ নেওয়ার সময় তার পোশাক ও শরীরের গঠন নিয়ে এক বিনিয়োগকারীর মন্তব্য ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া সেই মন্তব্যের বিরুদ্ধে এবার সরব হলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা অভিনব শুক্লা।মুম্বাই ম্যারাথনে আইরার পরনে ছিল কালো শর্টস ও সাদা ভেস্ট। সেই ছবি শেয়ার করে একটি পোস্টে লেখা হয়, ‘ইনি আইরা খান, আমির খানের কন্যা। এখানে পোশাক সমস্যা নয়, সমস্যা শরীরের গড়নে। আমি বুঝতে পারি না, মানুষ কেন নিজের শরীর অনুযায়ী পোশাক পরেন না।অশালীন দেখালেও নির্লজ্জভাবে ঘুরে বেড়ান। স্টাইল কখনো শালীনতাকে বাদ দিয়ে হতে পারে না।’


এই মন্তব্য ঘিরেই ক্ষোভ প্রকাশ করেন অভিনব শুক্লা। নিজের পোস্টে তিনি লেখেন, ‘আইরা একমাত্র তারকাসন্তান, যাকে প্রকৃত অর্থে মাটির মানুষ বলা যায়।ওঁর মধ্যে কোনো নাকউঁচু মনোভাব নেই, কোনো বিষয়ে নাটকও করেন না। পাঁচজন দেহরক্ষী বা সহকারী নিয়ে ঘোরেন না। আইরা ও তার ভাই সাধারণ মানুষের মতো পোশাক পরেন, রিকশায় যাতায়াত করেন। এখানে সমস্যাটা কোথায়, আমি বুঝতে পারি না।’অভিনব আরো লেখেন, ‘উনি অন্তত নিজেকে সক্রিয় রাখার চেষ্টা করছেন।কে কী পোশাক পরবেন, সেটা একান্তই ব্যক্তিগত বিষয়।’
এবারই প্রথম নয়—শারীরিক গঠন ও অতিরিক্ত ওজন নিয়ে আগেও প্রকাশ্যে কথা বলেছেন আইরা খান। গত মাসেই এক সাক্ষাৎকারে তিনি জানান, এক সময় নিজের চেহারা দেখে তীব্র হীনম্মন্যতায় ভুগতেন।আইরা বলেছিলেন, ‘আমি চুপিচুপি আয়নায় তাকিয়ে সঙ্গে সঙ্গে মুখ ফিরিয়ে নিতাম। মনে হত, আমি খুব মোটা। তাই আমি অযোগ্য।’মেয়ের মানসিক অবস্থার কথা বুঝে তাঁকে নিয়ে চিকিৎসার জন্য জার্মানিতেও গিয়েছিলেন আমির খান।

আরও পড়ুন