২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সেই পলাশের বিরুদ্ধে এবার ৪০ লাখ রুপির প্রতারণার মামলা

বিনোদন ডেস্ক : বিয়ে ভেঙে যাওয়ার বিতর্কের রেশ এখনও কাটেনি, তার মধ্যেই নতুন করে বিপাকে সুরকার পলাশ মুচ্ছল। তাঁর বিরুদ্ধে ৪০ লাখ রুপি প্রতারণার অভিযোগে মামলা দায়ের হয়েছে সাংলি থানায়।ভারতীয় নারী ক্রিকেট দলের তারকা স্মৃতি মান্ধানার সঙ্গে পলাশের বিয়ে ভেঙে যাওয়ার চর্চা এখনও থামেনি। সেই বিতর্ক কাটিয়ে পলাশ সম্প্রতি নতুন ছবির কাজ শুরুর ঘোষণা করেছিলেন।কিন্তু ঠিক তখনই তাঁর বিরুদ্ধে ওঠে আর্থিক প্রতারণার গুরুতর অভিযোগ।অভিযোগকারী মারাঠি ছবির প্রযোজক বৈভব মানে। তাঁর দাবি, ‘নাজারিয়া’ নামে একটি ছবির জন্য পলাশকে ধাপে ধাপে ডিজিটাল মাধ্যমে মোট ৪০ লাখ রুপি দিয়েছিলেন তিনি। ছবিটির চিত্রনাট্য ও পরিচালনার দায়িত্বে ছিলেন পলাশ নিজেই।প্রতিশ্রুতি ছিল—কাজ শেষ হলে ছবিটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে এবং সেখান থেকে প্রযোজকের টাকা ফেরত দেওয়া হবে।
কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও ছবির মুক্তি নিয়ে কোনও উদ্যোগ নেননি পলাশ, এমনটাই অভিযোগ। বৈভবের আরও দাবি, টাকা ফেরতের বিষয়ে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও পলাশ সমস্ত যোগাযোগ বন্ধ করে দেন।
প্রযোজকের অভিযোগ অনুযায়ী, পলাশ কথা দিয়েছিলেন ওটিটি মুক্তির পর ১২ লাখ ফেরত দেবেন এবং ভবিষ্যৎ প্রজেক্টে অভিনয়ের সুযোগও দেবেন।কিন্তু কোনও প্রতিশ্রুতিই রাখা হয়নি।উল্লেখ্য, বৈভব মানের সঙ্গে পলাশের পরিচয় করিয়ে দিয়েছিলেন স্মৃতি মান্ধানার বাবা। বৈভব স্মৃতির শৈশবের বন্ধু বলেও জানা গিয়েছে।এই ঘটনায় প্রযোজক পলাশের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪০৬ (বিশ্বাসভঙ্গ) ও ৪২০ (প্রতারণা) ধারায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ইতিমধ্যেই বিষয়টি খতিয়ে দেখা শুরু করেছে।

আরও পড়ুন