প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম মহানগর আহবায়ক কমিটির সদস্য সাজ্জাদ হোসেন খাঁন এর বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে। কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী ও সাধারণ সম্পাদক রাজীব আহসানের নিদের্শক্রমে স্বাক্ষরিত চিঠির মাধ্যমে এ বহিস্কার আদেশ প্রত্যাহার করা হয়। বহিষ্কারাদেশ প্রত্যাহার প্রসঙ্গে জানতে চাইলে সাজ্জাদ খাঁন বলেন, মহান আল্লাহ রব্বুল আলামীনের দরবারে লক্ষ-কোটিশুকরিয়া জ্ঞাপন করছি। পাশাপাশি আমাদের সাংগঠনিক অভিভাবক বিএনপি’র চেয়ারম্যান
তারেক রহমান, বিশেষ করে চট্টগ্রাম মহানগর বিএনপি’র সম্মানিত আহ্বায়ক-চট্টগ্রাম আট সংসদীয় আসনে বিএনপি’র দলীয় মনোনীত, ধানের শীষের প্রার্থী আলহাজ্ব এরশাদ উল্লাহ , নগর বিএনপি’র সদস্য সচিব নাজিমুর রহমান , স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এসএম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক টিম প্রধান-স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা রফিকুল ইসলাম রফিক , চট্টগ্রাম মহানগরের সর্বস্তরের সকল দায়িত্বশীল নেতৃবৃন্দের প্রতি জানাচ্ছি আন্তরিক ভালবাসা ও কৃতজ্ঞতার কথা উল্লেখ করে, আসন্ন ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে’র কঠিন সময়গুলোকে মোকাবেলা করে একটি বৈষম্যহীন রাষ্ট্র ও সমাজ ব্যবস্থার স্বপ্নদেষ্টা তারেক রহমানের হাতকে ঐক্যবদ্ধ ভাবে শক্তিশালী করার প্রত্যয়েব্যক্ত করেন ।





