২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

জিয়া পরিষদের সদস্যকে গলা কেটে হত্যা, স্বজনদের আগুনে বৃদ্ধা নিহত

অনলাইন ডেস্ক: নাটোরের সিংড়ায় কলেজ শিক্ষক ও উপজেলা জিয়া পরিষদের সদস্য রেজাউল করিমকে (৫৩) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত সাড়ে ১০টার দিকে কলম ইউনিয়নের কুমারপাড়ায় নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে। পরে নিহতের স্বজনরা প্রতিপক্ষের ঘরে আগুন দিলে এক বৃদ্ধা পুড়ে মারা যান। সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আ স ম আব্দুন নূর এ তথ্য নিশ্চিত করেছেন।রেজাউল করিম সিংড়ার বিলহালতি ত্রিমোহনী ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ও সিংড়া উপজেলার কলম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হায়দার রশিদ রিপনের চাচা।স্থানীয়রা জানান, রাত সাড়ে ১০টার দিকে কলমের কুমারপাড়ায় রাস্তার পাশে গলা কাটা অবস্থায় রেজাউল করিমের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে রেজাউল করিমের বিক্ষুব্ধ স্বজনরা আওয়ামী লীগ কর্মী ওহাব আলীর বাড়িতে অগ্নিসংযোগ করে। সেই আগুনে পুড়ে ওহাব আলীর মা ছাবিহা (৭৫) মারা যান।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আ স ম আব্দুন নূর জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি নাটোর আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করতে পুলিশ কাজ শুরু করেছে।

আরও পড়ুন