২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

মিরসরাইয়ের জোরারগঞ্জে ৩ বছরের শিশুকে আছড়িয়ে হত্যা

মিরসরাই প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে পারিবারিক দ্বন্দ্বের জেরে ৩ বছরের এক শিশুকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ওই শিশুর নাম মো. আব্দুল্লাহ (৩)৷ বুধবার (২১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২ টায় উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় এলাকায় এই ঘটনা ঘটে৷নিহত আব্দুল্লাহ উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সোনাপাহাড় এলাকার মোস্তফা ভূইয়া বাড়ির নুরুল আলম রাসেলের পুত্র।
পরিবারিক সূত্রে জানা গেছে, প্রতিবেশী দ্বীন ইসলামের সঙ্গে জায়গা জমি সংক্রান্ত দীর্ঘদিন ধরে ঝামেলা চলছে। আজ জায়গা জমি সংক্রান্ত বিরোধের জেরে কথা-কাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন আছাড় দিয়ে তাকে মেরে ফেলে। অন্যদিকে স্থানীয়রা জানায় মানসিকভারসাম্যহীন দাদা ঝগড়ার সময় নিজ নাতিকে না চিনে আছাড় দেয়৷ ঘটনা তদন্তে কাজ করছে জোরারগঞ্জ থানা পুলিশ৷ এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে আটক করেছে থানা পুলিশ৷
এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক জানান, পারিবারিক কলহে এক শিশুর মৃত্যুর ঘটনায় ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে৷ এবিষয়ে তদন্ত চলমান। অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে৷

আরও পড়ুন