২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

হাদীর কবর জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবে এনসিপি

অনলাইন ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিন নেতা ও শহীদ ওসমান হাদীর কবর জিয়ারতের মাধ্যমে প্রচারণা শুরু করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।বুধবার (২১ জানুয়ারি) এনসিপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় নাগরিক পার্টির নির্বাচনী প্রচারণা আগামীকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে শুরু হবে। সকাল সাড়ে ১০টায় তিন নেতা ও শহীদ ওসমান হাদীর কবর জিয়ারতের মাধ্যমে এ কর্মসূচির সূচনা করা হবে।
কর্মসূচিতে নাহিদ ইসলাম, আখতার হোসেন, আসিফ মাহমুদ, নাসীরুদ্দীন পাটওয়ারী, আদীব আরিফ, মনিরা শারমিন, জাবেদ রাসিন, দিলশানা পারুল, নাবিলা তাসনিদসহ দলের অন্যান্য নেতারা উপস্থিত থাকবেন। মাজার ও কবর জিয়ারত শেষে প্রচারণা কর্মসূচি জাতীয় প্রেসক্লাব পর্যন্ত অগ্রসর হবে।

আরও পড়ুন