অনলাইন ডেস্ক: পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৯ দিন বয়সী একটি নবজাতককে অচেনা এক নারীর কোলে রেখে তার মা পালিয়ে গেছেন। সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। শিশুর সঙ্গে একটি চিরকুট পাওয়া যায়, যেখানে লেখা ছিল: ‘আপনি বাচ্চাটিকে হেফাজত রাখবেন, বাচ্চাটির জন্ম ১লা জানুয়ারি।’জানা গেছে, মিষ্টি আক্তার নামে একজন নারী তার স্বামী মো. সাগর হোসেনকে স্বাস্থ্য পরীক্ষা করাতে হাসপাতালে নিয়ে আসেন।এ সময় অপরিচিত এক নারী তার কোলে থাকা ১৯ দিন বয়সী শিশুটিকে মিষ্টি আক্তারের কোলে রেখে বাথরুমে যাওয়ার কথা বলে চলে যান এবং আর ফিরে আসেননি। পরে শিশুর শরীরে জড়ানো কাপড়ের ভেতর চিরকুট পাওয়া যায়।মিষ্টি আক্তার বিষয়টি সন্দেহজনক মনে করে শিশু কোলে নিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. আলী এহসানের কক্ষে যান। ড. আলী এহসান প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানান।
চিরকুটে একটি ফোন নম্বর পাওয়া গেছে, যার মাধ্যমে মা কে খুঁজে বের করার চেষ্টা চলছে।
ঘটনাটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তীব্র সমালোচনা ও নিন্দার সৃষ্টি হয়েছে। অনেকেই এমন অমানবিক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেন, যেন ভবিষ্যতে কেউ এ ধরনের কাজ না করে।ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. আলী এহসান জানান, প্রশাসনের সহযোগিতায় ফোন নম্বরে যোগাযোগের মাধ্যমে অনুসন্ধান চলছে।





