ক্রীড়া ডেস্ক : সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে নিজেদের জয়যাত্রা অব্যাহত রেখেছে বাংলাদেশ। সোমবার থাইল্যান্ডের ননথাবুরি হলে অনুষ্ঠিত ম্যাচে নেপালকে ৩-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। দলের হয়ে গোল তিনটি করেন অধিনায়ক সাবিনা খাতুন, কৃষ্ণা রানী এবং লিপি আক্তার।ম্যাচের শুরু থেকেই নেপালি রক্ষণভাগে চাপ সৃষ্টি করে খেলতে থাকে বাংলাদেশ।পঞ্চম মিনিটেই লিড নেওয়ার সুবর্ণ সুযোগ পেয়েছিলেন সাবিনা খাতুন। সুমাইয়া মাতসুশিমার নিখুঁত পাসে বল পেলেও গোলমুখে ফিনিশিং দিতে ব্যর্থ হন তিনি। তবে সেই আক্ষেপ ঘুচাতে খুব বেশি সময় নেননি অধিনায়ক।ম্যাচের ১৩ মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় বাংলাদেশ।
কৃষ্ণার দারুণ এক পাস থেকে বল পেয়ে প্রতিপক্ষ গোলকিপারকে কাটিয়ে বক্সের বাইরে থেকে চমৎকার ফিনিশিংয়ে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন সাবিনা খাতুন। এর ঠিক পাঁচ মিনিট পর (১৮ মিনিটে) ব্যবধান দ্বিগুণ করেন কৃষ্ণা রানী। প্রতিপক্ষ ডিফেন্ডারের পায়ের নিচ দিয়ে বল কাটিয়ে বক্সের বাইরে থেকে এক জোরালো শটে নেপালের জালে বল জড়ান এই ফরোয়ার্ড।
বিরতির পর গোল হজম ঠেকাতে নেপাল তাদের গোলকিপার পরিবর্তন করলেও লাভ হয়নি।
৩৩ মিনিটে সুমাইয়ার অ্যাসিস্টে বক্সের ভেতরে জায়গা করে নিয়ে তৃতীয় গোলটি করেন লিপি আক্তার। এই গোলের মাধ্যমে নেপালের ম্যাচে ফেরার সব আশা শেষ হয়ে যায়।তিন ম্যাচ শেষে দুই জয় এবং এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের সুবিধাজনক অবস্থানে রয়েছে বাংলাদেশ। আগামী ২১ জানুয়ারি লিগ পর্বের চতুর্থ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ নারী দল।





