মিরসরাই প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে এলপিজি সিলিন্ডারবাহী একটি ট্রাক উল্টে ঘটনাস্থলে এক দৃষ্টিপ্রতিবন্ধী পথচারীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় ট্রাকটির চালক ও সহকারী গুরুতর আহত হয়েছেন। সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার নিজামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আব্দুর রহমান (৪২)। তিনি উপজেলার করেরহাট ইউনিয়নের দক্ষিণ অলিনগর এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি কিছুটা দৃষ্টিপ্রতিবন্ধী ছিলেন এবং ভিক্ষা করতেন।
হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে চট্টগ্রামমুখী লেনে চলাচলরত এলপিজি সিলিন্ডারবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। ট্রাকটি উল্টে যাওয়ার আগে সড়কের পাশে থাকা এক পথচারীকে সড়ক বিভাজকের সঙ্গে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রব্বানী বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করেছে। নিহত ব্যক্তির মরদেহ উদ্ধারের প্রস্তুতি চলছে। দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য চট্টগ্রামমুখী লেনে যানজট সৃষ্টি হয়। চলাচল স্বাভাবিক করতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।





