অনলাইন ডেস্ক: টঙ্গীতে এক যুবককে ছিনতাইকারী সন্দেহে গলায় জুতার মালা পরিয়েছেন এলাকাবাসী। শুধু তাই নয়, সাউন্ডবক্স লাগিয়ে ব্লুটুথের মাধ্যমে গানের তালে তালে তাকে নৃত্য করিয়েছেন তারা। আর নৃত্য থামলেই বেত্রাঘাত করায় আবার শুরু হয় নৃত্য।
রবিবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই দৃশ্য দেখা যায় টঙ্গীর হোসেন মার্কেট এলাকায়।জনতার আপত্তির কারণে ওই ব্যক্তির নাম-ঠিকানা জানা সম্ভব হয়নি।
সরেজমিন জানা যায়, রাজধানী ঢাকার কূল ঘেঁষে গাজীপুর জেলার টঙ্গী শিল্প এলাকা অবস্থিত। অপরাধপ্রবণ ১৯ বস্তি অধ্যুষিত টঙ্গী এলাকায় রাত ও দিনে ছিনতাই এখন নিত্যদিনের ঘটনা। ছিনতাইয়ের শিকার হয়ে অতিষ্ঠ মানুষ প্রায়ই ছিনতাইকারী সন্দেহে মারধর, আহত ও নিহতের করার ঘটনাও অহরহ।এরই ধারাবাহিকতায় টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় জনতা ছিনতাইকারী সন্দেহে একজনকে ধরে গলায় জুতার মালা পরিয়ে সাউন্ডবক্স লাগিয়ে ব্লুটুথের মাধ্যমে গানের তালে তালে নৃত্য করিয়ে বিভিন্ন এলাকায় ঘুরিয়েছেন। নৃত্য থেমে গেলেও লাঠির আঘাতে আবারও নাচতে শুরু করেন ওই যুবক।জানা গেছে, টঙ্গীর হোসেন মার্কেট থেকে শুরু হওয়া এই দৃশ্য কলেজ গেট এলাকার বিভিন্ন স্থানে দেখা গেছে। এ বিষয়ে জনতার ভাষ্য হলো, ছিনতাই করলে এমন শাস্তি হয়, দেখে হয়তো ছিনতাই কমবে।টঙ্গী পশ্চিম থানার ওসি মোহাম্মদ শাহীন খান কালের কণ্ঠকে বলেন, ‘পুলিশ পাঠিয়েছি। মব জাস্টিস বন্ধ করতে হবে।’





