২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ছোটপোলস্থ আস্তানায়ে নজীর ভান্ডার দরবার শরীফে বার্ষিক ওরশ শরীফ

খবর বিজ্ঞপ্তি: আলা হযরত গাউছুল মোকাররম, শাহে দো আলম, হাজত রাওয়া, মুশকিল কোশা মাওলানা হাফেজ ছৈয়দ নজীর আহমদ শাহ্ (ক:) ৬৬তম বার্ষিক ওরশ শরীফ নগরীর দক্ষিণ আগ্রাবাদ, ছোটপোলস্থ আস্তানায়ে নজীর ভান্ডার দরবার শরীফে গত ১৩ জানুয়ারি মঙ্গলবার অনুষ্ঠিত হয়। কর্মসূচির মধ্যে ছিল সকাল ৯টায় আগ্রাবাদ মৌলভীপাড়াস্থ মরহুম আলী মোহাম্মদ মাইজভান্ডারীর বাড়ি থেকে জুলুছ সহকারে মাজার শরীফ প্রাঙ্গনে রওয়ানা। সকাল ১০টায় গোসল শরীফ, গিলাপ ছড়ানো, বাদে জোহর খতমে কোরআন, বাদে মাগরিব মিলাদ মাহফিল, বাদে এশা জিকির আজকার ও ছেমা মাহফিল। আখেরী মুনাজাত পরিচালনা করেন শাহ্সুফী আলহাজ্ব মাওলানা ছৈয়দ আখতার কামাল শাহ্ আল মাইজভান্ডারী (মা:জি:আ:)। ওরশ শরীফে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দরবার শরীফের সাজ্জাদানশীন ছৈয়দ জাফর ছাদেক শাহ (মা:জি:আ:), ছৈয়দ মিনহাজুল আবেদীন (রিফাত শাহ্) মাইজভান্ডারী (মা:জি:আ:) ডা. ছৈয়দ আরেফ হোসাইন, মাওলানা আবু মুছা ওসমানী আল মাইজভাণ্ডারী, মাওলানা সোলাইমান আল কাদেরী, মাওলানা আবুল কাশেম, মাওলানা মাঈনুদ্দীন আল কাদেরী, মাওলানা আবদুল কাদের সাকিব, মাওলানা ওয়াহিদ মুরাদ, শাহজাদা মাওলানা ছৈয়দ আবেদ শাহ, আবদুল হালিম দোভাষ, মাওলানা মুহাম্মদ ইকবাল হারুন প্রমুখ। বক্তারা বলেন, ইমান আকিদা ধারণের সংকটময় পরিবেশে সহনশীলতা বজায় রাখার এবং তরিকায়ে মাইজভাণ্ডারী’র সম্প্রীতির আদর্শে জীবনযাপন করতে হবে। আখেরি মোনাজাতে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া শেষে তবরুক বিতরণ করা হয়।

আরও পড়ুন