২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

কৃতিকে ২৩ বছরেই বিয়ে দিতে চেয়েছিলেন তার মা

বিনোদন ডেস্ক : বিয়ে করলেন বলিউডের অভিনেত্রী কৃতি শ্যাননের বোন নূপুর শ্যানন। গায়ক স্টেবিন বেনের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তিনি। শনিবার (১০ জানুয়ারি) ভারতের উদয়পুরে খ্রিস্টান মতে বিয়ে করলেন তারা।ছোট বোনের খুশির খবরের মধ্যেই উঠে এলো কৃতির বিয়ে নিয়ে তার মায়ের বক্তব্য।তিনি চেয়েছিলেন, কৃতির যেন ২৩-২৪ বছর বয়সের মধ্যেই বিয়ে হয়ে যায়।
কৃতির মা গীতা শ্যানন এক সাক্ষাৎকারে বলেছিলেন, আমি ওকে (কৃতি) বলতাম, ২৩ বছরের মধ্যে তোমার বিয়ে করে নেওয়া উচিত। আসলে আমি একটু বেশি বয়সে বিয়ে করেছি, এমনই মনে করতাম। আমার ছোট মেয়ে নূপুরের জন্মের সময়ে আমার বয়স ৩০ হয়ে গিয়েছিল।তাই আমি ভাবতাম বিয়ে করার সঠিক বয়স হলো ২৩ বা ২৪ বছর। তবে কৃতি তার মায়ের এই পরামর্শ মেনে নেননি। অভিনেত্রীর বয়স এখন ৩৫। বিয়ে নিয়ে পরিকল্পনার কথাও এখনো জানাননি।যদিও কৃতি এই মুহূর্তে শিল্পপতি কবীর বহিয়ার সঙ্গে সম্পর্কে রয়েছেন।
উল্লেখ্য, শনিবার খ্রিস্টান মতে বিয়েতে সাদা রঙের গাউন পরেছিলেন কৃতির বোন নূপুর। স্টেবিন পরেছিলেন সাদা রঙের স্যুট। রোববার রাতে ভারতীয় সংস্কৃতি মেনে বিয়ে করতে চলেছেন তারা।

আরও পড়ুন