২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

মিয়ানমার থেকে পালিয়ে আসা সশস্ত্র গোষ্ঠীর ৫৩ জন আটক

অনলাইন ডেস্ক: কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং সীমান্ত এলাকায় মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক বাংলাদেশি শিশু গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। এদিকে মিয়ানমার থেকে প্রাণে বাঁচতে সশস্ত্র গোষ্ঠীর ৫৩ সদস্য বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।টেকনাফের হোয়াইক্যং সীমান্ত দিয়ে আসা রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর এসব সদস্যরা রোববার (১১ জানুয়ারি) সকাল থেকে আসতে শুরু করলে তাদের আটক করা হয়।বিজিবি জানায়, মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মির সঙ্গে সংঘর্ষে প্রাণ বাঁচাতে বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশের সময় ৫৩ জন সশস্ত্র গোষ্ঠীর সদস্য ও একজন বাংলাদেশিকে আটক করা হয়েছে।
পরে তাদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়।টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গুলিবিদ্ধ শিশুটি মারা যায়নি। তবে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।এদিকে মিয়ানমার থেকে অনুপ্রবেশের দায়ে আটক ৫৩ জনের পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই-বাছাই শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে মিয়ানমারের রাখাইন রাজ্যে সশস্ত্র সংঘর্ষ চলছে। সেখানে আরাকান আর্মির সঙ্গে আরসা, আরএসও ও নবী হোসেন গ্রুপের মধ্যে চলমান গোলাগুলির প্রভাব পড়ছে বাংলাদেশের সীমান্ত এলাকায়। এতে টেকনাফের হোয়াইক্যং সীমান্তে স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

আরও পড়ুন