নিউজ ডেস্ক: আজ newschattogram24.net এর প্রকাশক, এসএম ট্রেড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম সাইফ-এর শুভ জন্মদিন। জন্মদিনের এই শুভক্ষণে পাঠক, শুভানুধ্যায়ী, সহকর্মী ও ভক্তরা জানিয়েছেন আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

যদিও নিউজরুমে কোনো বিশেষ আনুষ্ঠানিক আয়োজন রাখা হয়নি, তবে newschattogram24.net এর পরিবারের সদস্যদের মনে আজ আনন্দের ঢেউ। সাইফুল ইসলাম সাইফ শুধু একজন প্রকাশক নন, একজন সফল ব্যবসায়ীও।

জন্মদিনের এ আনন্দঘন মুহূর্তে, newschattogram24.net এর পরিবার ও সকল পাঠকের পক্ষ থেকে জানাই শুভ জন্মদিন প্রকাশক সাইফুল ইসলাম সাইফ। আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও অব্যাহত সফলতা কামনা করি।





