২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বিয়ে করলেন অনন্যা?

বিনোদন ডেস্ক : কথা ছিল ২০২৬ সালে বিয়ে করবেন। কিন্তু তাই বলে গোপনে বিয়ে সারলেন অনন্যা গুহ? সামাজিক মাধ্যমে বুধবার হঠাৎই ভাইরাল হয় তাঁর গায়ে হলুদের ছবি। ব্যাপারটা কী? হ্যাঁ, এই কথা ঠিক যে অনন্যা গুহ বিয়ে করছেন। তবে সেটা সুকান্ত কুণ্ডুকে নয়।ঘাবড়ে গেলেন? ভাবছেন এতদূর এগিয়ে, বাগদান, আইনি বিয়ের পর সম্পর্ক ভেঙে অন্য কাউকে বিয়ে করছেন কিনা অভিনেত্রী? তাহলে জানাই, এই ভাবনা একেবারেই ভুল। অনন্যা গুহ বিয়ে করছেন ঠিকই। কিন্তু সেটা পর্দায়।অনন্যা গুহকে দর্শকরা বর্তমানে সান বাংলা চ্যানেলের জনপ্রিয় ধারাবাহিক ‘সোহাগে আদরে’ ধারাবাহিকে দেখতে পাচ্ছেন।সেখানে তিনি ‘ডিনা’র চরিত্রে অভিনয় করছেন। এই চরিত্রের সঙ্গে সূর্য নামক চরিত্রটির বিয়ে হচ্ছে। সেখানেই দেখা যাচ্ছে অনন্যা অর্থাৎ ডিনার গায়ে হলুদ, মেহেন্দি, সঙ্গীত, ইত্যাদির মতো অনুষ্ঠান হচ্ছে। অভিনেত্রী নিজেই এদিন তাঁর পর্দার গায়ে হলুদের মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে শেয়া করে নিয়েছেন।
বাস্তবে এখনও গাঁটছড়া বাঁধেননি অনন্যা। কিন্তু জানিয়েছেন বিয়ের ডেট।সামাজিক মাধ্যমে সুকান্ত কুণ্ডু এবং অনন্যা গুহ একটি পোস্ট শেয়ার করেছেন। সেখানেই ৬ জানুয়ারি তাঁদের বলতে শোনা যায় যে আর মাত্র ২ মাস বাকি তাঁদের বিয়ে। ফলে বোঝাই যাচ্ছে ২০২৬ সালের ৬ মার্চ সামাজিক ভাবে বিয়ে করবেন তারা।ইতিমধ্যেই বিয়ের প্রস্তুতি দুই পক্ষেই অনেকটা সম্পন্ন। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে।
অনন্যা গুহ এবং সুকান্ত কুণ্ডু ফেসবুকে দারুণ সক্রিয়। অভিনয়ের পাশাপাশি অভিনেত্রী ভ্লগার। অন্যদিকে সুকান্ত আইটি কর্মী হওয়ার পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েটর। ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে দুই পরিবার, বন্ধু এবং আত্মীয়দের উপস্থিতিতে বাগদান এবং রেজিস্ট্রি সারেন দু’জনে। রেজিস্ট্রির সময় লাল বেনারসিতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে।
অন্যদিকে বাগদানের সময় জমকালো গাউনে নজর কাড়েন। রেজিস্ট্রি এবং বাগদানের সময় তাঁদের ভরপুর ফটো সেশন করেন। সুকান্ত হলেন অনন্যার বড়বোন তথা অভিনেত্রী অলকানন্দা গুহর বন্ধু। দীর্ঘদিনের সম্পর্ক অনন্যা এবং সুকান্তর। একসঙ্গে অনেকটা সময়, অনেকগুলো বসন্ত কাটানোর পর অবশেষে এই বছর চার হাত এক হতে চলেছে তাঁদের।

আরও পড়ুন