বিনোদন ডেস্ক : ব্যক্তিগত জীবন থেকে সামাজিক ও রাজনৈতিক মতামত—নানান কারণে প্রায়ই আলোচনায় থাকেন ভারতীয় টেলিভিশন অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য। নতুন বছরের শুরুতেই ফের বিতর্কের কেন্দ্রে তিনি।এবার জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) প্রাক্তন ছাত্রনেতা উমর খালিদ ও শারজিল ইমামের সমর্থকদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন দেবলীনা। সম্প্রতি ভারতের সুপ্রিম কোর্ট ২০২০ সালের দিল্লি সহিংসতা সংক্রান্ত মামলায় তাদের জামিনের আবেদন খারিজ করে দেয়।
আদালতের এই সিদ্ধান্তের পর সামাজিক যোগাযোগমাধ্যমে একাংশ নেটাগরিক তাদের সমর্থনে বক্তব্য রাখেন।সেই সব মন্তব্য নজরে আসতেই দেবলীনা প্রতিক্রিয়া জানান। শারজিল ইমামের একটি পুরোনো ভিডিও শেয়ার করে অভিনেত্রী লেখেন, “আক্ষরিক অর্থেই ভারত বিশ্বাসঘাতকে ভরে গেছে। তারা ইমামদের মতো বিশ্বাসঘাতকদের সমর্থন করছে।মানুষ শিক্ষিত হলেও উগ্র মানসিকতা থেকে বেরোতে পারে না।”
উল্লেখ্য, উমর খালিদ ও শারজিল ইমাম ২০২০ সাল থেকেই বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন। চলতি বছরের ৫ জানুয়ারি সুপ্রিম কোর্ট তাদের জামিন আবেদন খারিজ করে দেয়।দেবলিনার মন্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয় মিশ্র প্রতিক্রিয়া।
একাংশ তার অকপট মতামতের প্রশংসা করেন। কেউ লেখেন, “সাহস করে নিজের অবস্থান জানানোর জন্য কুর্নিশ। রুপালি পর্দার খুব কম মানুষই এমন স্পষ্টভাবে কথা বলেন।”অন্যদিকে সমালোচনাও কম আসেনি। কেউ কেউ অভিনেত্রীর ব্যক্তিগত জীবন টেনে এনে কটাক্ষ করেন, আবার কেউ তাঁকে বিতর্কে না জড়ানোর পরামর্শ দেন।সব মিলিয়ে নতুন বছরের শুরুতেই দেবলীনার মন্তব্য নতুন করে রাজনৈতিক ও সামাজিক বিতর্কে আগুন ঢেলেছে।





