২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করাই বিএন্ডএফ’র লক্ষ্য : বার্ষিক সাধারণ সভা

খবর বিজ্ঞপ্তি: বিএন্ডএফ কর্পোরেট-এর বার্ষিক সাধারণ সভা ও রিফ্রেশমেন্ট প্রোগ্রাম গত ৪ জানুয়ারী মহানগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান, ফাউন্ডার চেয়ারম্যান ও সিইও মহিউদ্দিন বহদ্দা চৌধুরী (সিআইপি)।সার্বিক তত্ত্বাবধানে ছিলেন তানভীর আহমেদ রাহাত। রোমেল দে এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আদমজী চৌধুরী, বি অ্যান্ড এফ কার্স (ইউকে) ম্যানেজার মোহাম্মদ রাশেদ ইকবাল সোহান, কান্ট্রি ডিরেক্টর (বাংলাদেশ) শাহেদ ইকবাল রিফাত, কনসালট্যান্ট নাবিল জাবদাদ আহমদ, সিনিয়র এক্সিকিউটিভ অফিসার আশ্রাফুল আলম ভূঁইয়া।
সভায় প্রতিষ্ঠানের বিগত বছরের কার্যক্রম, অর্জন ও ভবিষ্যৎ কৌশলগত পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনার পাশাপাশি কর্মদক্ষতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের স্বীকৃতিস্বরূপ প্রতিষ্ঠানের সেরা কর্মীদের বিশেষ “বেস্ট এমপ্লয়ি অ্যাওয়ার্ড” প্রদান করা হয়। অতিথিবৃন্দ পুরস্কারপ্রাপ্ত কর্মীদের অবদানকে প্রতিষ্ঠানের ধারাবাহিক অগ্রগতির অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে উল্লেখ করেন।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, বিএন্ডএফ কর্পোরেট দেশের জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দক্ষ মানবসম্পদ তৈরি করে বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করাই আমাদের মূল লক্ষ্য। এ জন্য প্রতিষ্ঠানের প্রতিটি কর্মকর্তাকে আত্মউন্নয়নে মনোনিবেশ করতে হবে।

আরও পড়ুন