২৮শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ফটিকছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮ দোকান ভস্মীভূত

ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। শুক্রবার (২ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে ফটিকছড়ি উপজেলার নানুপুর বাজারের মির্জা মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গভীর রাত হওয়ায় বাজারে তখন লোকজন কম ছিল। হঠাৎ করে মির্জা মার্কেটের দ্বিতীয় তলা থেকে আগুনের সূত্রপাত হয় এবং অল্প সময়ের মধ্যেই তা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের খবর পেয়ে ফটিকছড়ি ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অধিকাংশ দোকান গুদাম হিসেবে ব্যবহৃত হতো। আগুনে মৃদুল ফার্মেসির ওষুধের গুদাম, মতি টি স্টোর, বসুন্ধরা, সোহেল ব্রাদার্স, জাহাঙ্গীর টেইলার্সের কারখানা, মফিজ সওদাগর ও নাজিম সওদাগরের গুদাম, সোলাইমানের দোকান, একটি মোবাইল সার্ভিসিং শপ, কাপড়ের দোকানের গুদামসহ মোট ১৮টি দোকান পুড়ে যায়।
ব্যবসায়ীরা জানান, আগুনে তাদের প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছেন তারা।ফটিকছড়ি ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তিনি বলেন, ‘আমরা প্রায় এক কোটি টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছি। আগুন লাগার সঠিক কারণ তদন্ত করে দেখা হচ্ছে।’

আরও পড়ুন