২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের শাহবাগ অবরোধ

অনলাইন ডেস্ক: জুলাই বিপ্লবী ও ভারতীয় আধিপত্যবাদবিরোধী ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার দাবিতে ফের রাজধানীর শাহবাগে অবরোধ করেছে সংগঠনটি। শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে জুমার নামাজের পর ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা শাহবাগ অবরোধ করেন। এর আগে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে এখানে আসেন।দুপুর ৪টায় প্রতিবেদনটি লেখা পর্যন্ত বিক্ষোভ চলছে।এ কারণে শাহবাগ এলাকা দিয়ে যান চলাচল ব্যাহত হয়েছে। তবে পাশের সংযোগ সড়কগুলো দিয়ে যান চলাচল অব্যাহত রয়েছে। অবরোধে উপস্থিত রয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। তিনি শরিফ ওসমান হাদির বিচার চেয়ে বিভিন্ন স্লোগান তুলছেন।ভারতীয় আধিপত্যবাদবিরোধী জুলাই বিপ্লবী ওসমান হাদিকে গত ১২ ডিসেম্বর ঢাকার রাস্তায় প্রকাশ্যে গুলি করে দুই সন্ত্রাসী। গত ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গুলি করার পর শুটার ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর শেখ ভারতে পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ। এর মধ্যে ফয়সাল নিষিদ্ধ ছাত্রলীগের নেতা।ওসমান হাদির রাজনৈতিক সতীর্থদের অভিযোগ, এই হত্যাকাণ্ডে পতিত শক্তি আওয়ামী লীগের হাত আছে।

আরও পড়ুন