২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

খালেদা জিয়ার সঙ্গে দেখা করার ইচ্ছা ছিল ওসমান হাদির: জুমা

অনলাইন ডেস্ক : খালেদা জিয়াকে নিয়ে কথা বলতে গিয়ে ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা স্মরণ করলেন ওসমান হাদিকে। এক ফেসবুক পোস্টে জুমা বলেন, বেগম জিয়াকে ওসমান ভাই অসম্ভব ভালোবাসতেন। তিনি নামই নিতেন ‘বাংলাদেশের বেগম জিয়া’ বলে।জুমা বলেন, ভাইয়ের ভীষণ ইচ্ছে ছিলো, নির্বাচনের আগে বেগম জিয়ার সাথে দেখা করে দোয়া নিবেন।সজ্ঞানে এই ইচ্ছে আর পূরণ হয়নি। এভারকেয়ারে দুজনের মোলাকাত হয় অচেতন অবস্থায়। ভাইয়ের ঠিক উপরের তলার আইসিউতে বেগম জিয়া ছিলেন।এই নেত্রী আরো বলেন, বাংলাদেশের ভাগ্যাকাশে কি এমন দুর্ভোগ নেমে আসছে জানিনা, যার জন্য আল্লাহ সব আপোষহীন দেশপ্রেমিকদের তা দেখার আগে নিয়ে যাচ্ছেন।আল্লাহ বাংলাদেশের উপর রহম করুক, আল্লাহ আমাদের উপর রহম করুক।

আরও পড়ুন