২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এ বছরে সায়েরা রেজার ৬ গান

বিনোদন ডেস্ক: সিনেমা, নাটক আর ওটিটির বাইরে এখন আর নতুন গানের কাজ হয় না বললেই চলে। এমনই এক সময়ে ২০২৫-এ গানে গানে চমৎকার সময় পার করেছেন সায়েরা রেজা। সুফি, ফোক ও রক গানের জনপ্রিয় এ শিল্পীর এ বছরে মৌলিক ও ফোক গান মিলিয়ে মোট ৬টি গান তার অফিশিয়াল ইউটিউব চ্যানেল ‘সায়েরা রেজা মিউজিক লাউঞ্জ’-এ ভিডিওসহ প্রকাশিত হয়েছে। গানগুলোর অডিও স্পটিফাই, অ্যাপল মিউজিকসহ নামকরা সব প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে।এর মধ্যে ২টি মৌলিক গান আর বাকি ৪টি ফোক গান।
২০২৫-এ মুক্তি পাওয়া মৌলিক গান ২টির মধ্যে ‘আলো দাও’ গানটি একটি নবজাগরণের গান। জানা গেছে, উনিশ শতকে ইতালির নারী শ্রমিকদের বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ‘বেলা চাও’ শিরোনামে একটি গান তৈরি হয়েছিল, যা বিশ্বব্যাপী একটি সংগ্রাম ও জাগরণের গান হিসেবে ব্যাপক জনপ্রিয় হয়। এ পর্যন্ত ৪৮টি ভাষায় হওয়া সেই ‘বেলা চাও’ গানটির আদলে ‘আলো দাও’ শিরোনামে গানটি করা হয়েছে। ‘তোমার দেখা নাই’ শিরোনামে অন্য মৌলিক গানটি একটি দারুণ মজার গান যাতে সায়েরা’র সাথে যোগ দিয়েছেন কোক স্টুডিওর কল্যাণে বাংলাদেশে জনপ্রিয় নাইজিরিয়ান গায়ক অলি বয়।
আগামী বছরের জন্য শিল্পীর আরো ৯টি গান মুক্তির মিছিলে রয়েছে। শ্রোতামহলে প্রশংসিত সায়েরা তিন দশকের সংগীত ক্যারিয়ারে উপহার দিয়েছেন বেশ কিছু সুপার হিট গান। এর মধ্যে ‘ধার ধারি ন ‘, ‘না না না তা হবে না’, ‘ওরে সোনা তুই আস্তে চল’ ও ‘আসাম যাব’ গানগুলো অন্যতম।

আরও পড়ুন