নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মহানগরের কাজীর দেউড়িতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের স্মৃতি বিজড়িত জাদুঘর সংস্কার করে পরবর্তী প্রজন্মের জন্য সংরক্ষণের আহ্বান জানিয়েছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জাদুঘরের বিভিন্ন অংশ সোমবার পরিদর্শন করেন মেয়র। এ সময় জিয়াস্মৃতি জাদুঘরের প্রশাসনিক-কাম-নিরাপত্তা অফিসার অর্পিতা দাশগুপ্তা জাদুঘরের বিভিন্ন সমস্যা মেয়রকে জানান। পরিদর্শন শেষে সাংবাদিকদের মেয়র বলেন, জাদুঘরের বিল্ডিং বেশ পুরোনো হওয়ায় ভূমিকম্পে এখানে বেশ কয়েকটা ওয়াল, বিম এবং পিলারে ফাটল ধরেছে। আমি ইতিমধ্যেই গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এবং বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেছি। উনারা বুয়েট থেকে ইঞ্জিনিয়ার পাঠিয়ে ভবনটি কীভাবে শক্তিশালী করা যায় সে বিষয়ে পরিকল্পনা করছেন। যেহেতু ১১৩ বছরের পুরোনো ভবন তাই ঐতিহ্যের বিষয় মাথায় রেখে একই ডিজাইন রেখে ভবনটি শক্তিশালী করে কীভাবে টিকিয়ে রাখা যায় সে বিষয়ে কাজ করতে হবে।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়সহ অন্যান্য যে মন্ত্রণালয় এবং চট্টগ্রামের যে সার্ভিস অরিয়েন্টেড অর্গানাইজেশনগুলো আছে সবাইকে জাদুঘরটি সংরক্ষণে এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি।
আমি মনে করি বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষণা যিনি এই চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে দিয়েছিলেন এবং ‘উই রিভল্ট’ বলে মুক্তিযুদ্ধের সূচনা করেছিলেন সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামের এই সার্কিট হাউজে শহীদ হয়েছিলেন। কাজেই উনার এই স্মৃতিবিজড়িত সার্কিট হাউস সংরক্ষণ করার দায়িত্ব আমাদের সবার।
এ জন্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং চট্টগ্রামের অন্যান্য সেবা সংস্থাগুলোকে আমি বলতে চাই যে আপনারা সবাই এটার জন্য একসাথে কাজ করবেন এবং আমি চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র হিসেবে সার্বক্ষণিক মনিটরিং করছি। আশা করি অনতিবিলম্বে এটার কাজ শুরু হবে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই স্মৃতি জাদুঘরের মাধ্যমে আমাদের নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের ইতিহাসসহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের ইতিহাস জানতে পারবে।





