২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

কোরআন ও সুন্নাহর বাইরে আইন করতে দেব না : ফখরুল

অনলাইন ডেস্ক: কোরআন ও সুন্নাহর বিপরীতে কোনো কাজ বাংলাদেশে হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘দেশ ক্রান্তিকাল পার করছে, আন্দোলন ও অন্যান্য কাজের মাধ্যমে দেশকে অস্থির করে তোলার চেষ্টা করা হচ্ছে। সবাইকে সাবধান থাকতে হবে। এই দেশে কোরআন ও সুন্নাহের বাইরে কোনো আইন করতে দেব না।’রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে মির্জা ফখরুল ইসলাম ঠাকুরগাঁও সদর উপজেলায় বেসরকারি প্রতিষ্ঠান মানবকল্যাণ ট্রেনিং সেন্টারে আলেম ওলামাদের সঙ্গে মতবিনিময়সভায় এসব কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘দেশ যেন আবার কোনো অন্ধকারের দিকে চলে না যায়। নিজেদের মধ্যে ভুল করে বিভেদ অনৈক্য সৃষ্টি করে যেন চক্রান্তকারীদের হাতে না পড়ি। এমন হলে দেশ এবং আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব।’
বিএনপি মহাসচিব বলেন, ‘অনেকেই বিভ্রান্ত ছাড়ান আমরা কোরআন ও সুন্নাহের আইন চাই না। আমরা কোরআন ও সুন্নাহের মধ্যে থাকতে চাই। আমি গর্বিত। আমি একজন মুসলমান, ইসলাম সত্য ও ন্যায়ের পথে সবসময় নিয়ে যায়।ইসলাম শান্তির ধর্ম, আমরা চাই নির্বাচনের মধ্য দিয়ে দেশে শান্তি বিরাজ করুক। বিএনপি ক্ষমতায় আসলে এই জেলার মানুষ ও দেশের উন্নয়নে কাজ করবে।’তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতায় আসলে খতিব, ইমাম, মাওলানাদের মাসিক সন্মানী ও ধর্মীয় উৎসবে ভাতা প্রদান করা হবে। দক্ষতা উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি করা হবে। অন্যান্য ধর্মের উপাসনালয়ের প্রধানদের মাসিক সন্মানীসহ অন্যান্য ভাতা দেওয়া হবে।

 

আরও পড়ুন