২৫শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শুভ বড়দিন আজ

নিজস্ব প্রতিবেদক :খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’ আজ। খ্রিষ্টান ধর্মের প্রবর্তক যিশু খ্রিষ্ট বেথলেহেমে জন্মগ্রহণ করেন এদিন। তাই এ দিনটিকে ‘শুভ বড়দিন’ হিসেবে উদযাপন করে থাকেন খ্রিষ্টান ধর্মাবলম্বীরা।বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের খ্রিষ্টান ধর্মানুসারীরাও যথাযথ ধর্মীয় ভাবগাম্ভির্য ও আচারাদি, আনন্দ-উৎসব এবং প্রার্থনার মধ্যদিয়ে ‘শুভ বড়দিন’ উদযাপন করবেন। এ উপলক্ষে ঢাকা-চট্টগ্রামসহ সারা দেশে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় প্রতিষ্ঠান গির্জাগুলোকে সাজানো হয়েছে নতুন-আঙ্গিকে। বড়দিন উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস খ্রিষ্টান ধর্মাবলম্বীসহ সবার শান্তি ও কল্যাণ কামনা করে পৃথক বাণী দিয়েছেন। আজ বৃহস্পতিবার ঘোষণা করা হয়েছে সরকারি ছুটিও।খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবার কাছে একটি পূণ্যময় দিন হিসেবে পরিচিত বড়দিন। তাই এ দিন তাকে স্মরণ করতে গির্জায় প্রার্থনার আহŸান করার জন্য বাজানো হয় ঘণ্টাধ্বনি। যিশু খ্রিষ্টের অনুসারীরা মনে করেন- ঘণ্টাধ্বনি শুভ সংবাদের বার্তা পৌঁছায়।
চট্টগ্রামে বর্ণিল আয়োজন:
বড় দিন উদযাপনে চট্টগ্রামের সবচেয়ে বড় গির্জা পাথরঘাটার ক্যাথলিক গির্জায় (পবিত্র জপমালার গির্জা) ও জামালখানের বেথেলহাম চার্চে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। গির্জা ও এর আশপাশে রঙিন বাতি জ্বালানোর ব্যবস্থা করা হয়েছে। ভেতরে সাজানো হয়েছে ক্রিসমাস ট্রি।
পাথরঘাটা পবিত্র জপমালা রাণী গির্জার ফাদার রিগ্যান ডি কস্টা বলেন, যীশুখ্রীষ্টের পৃথিবীতে আগমণ করাটা আমাদের কাছে আনন্দের। যা ভক্তদের মনে শান্তি দান করে থাকে।
চট্টগ্রাম মেট্রোপলিটন আর্চ বিশপ লরেন্স সুব্রত হাওলাদার বলেন, উৎসব আয়োজনে প্রস্তুত চট্টগ্রামের গির্জাগুলো। যীশুর গোয়ালঘর ও ক্রিস্টমাস ট্রিতে করা হয়েছে আলোকসজ্জা।
চট্টগ্রামের গির্জাগুলোর পাশাপাশি তারকা হোটেল রেডিসন ব্লু, আগ্রাবাদ হোটেল, হোটেল পেনিনসুলাসহ বিভিন্ন হোটেল ও বাসাবাড়িতে সুসজ্জিত ক্রিসমাস ট্রি ও বড়দিনের কেক স্থাপন করা হয়েছে আরও কয়েকদিন আগে থেকেই।
আজ হোটেলগুলোতে বড়দিনের আয়োজন উপলক্ষে সকাল ও বিকালে শিশুদের জন্য রয়েছে শান্তাক্লজের উপহার অনুষ্ঠান এবং সবার জন্য বুফে ডিনারের ব্যবস্থা রাখা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা।

আরও পড়ুন