২৫শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সৌদির নীল জলরাশিতে রোনালদোর নতুন প্রাসাদ

ক্রীড়া ডেস্ক: ফুটবল বিশ্বের প্রথম বিলিয়নিয়ার ক্রিস্টিয়ানো রোনালদো এবং তার সঙ্গী জর্জিনা রদ্রিগেজ সৌদি আরবের লোহিত সাগর প্রকল্পে অত্যন্ত ব্যয়বহুল ও বিলাসবহুল একটি ভিলা কিনেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘ডেইলি মেইল’-এর এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।প্রতিবেদনে বলা হয়, রেড সি গ্লোবাল-এর অধীনে নির্মিত ‘নুজুমা, এ রিৎজ-কার্লটন রিজার্ভ’ প্রকল্পে এই সম্পত্তিটি অবস্থিত। মূল ভূখণ্ড থেকে ২৬ কিলোমিটার দূরে অবস্থিত এই দ্বীপে পৌঁছানোর একমাত্র উপায় হলো চার্টার্ড বোট অথবা সি-প্লেন।
এই অতি-বিলাসবহুল প্রকল্পের প্রথম দিককার ক্রেতাদের মধ্যে অন্যতম হলেন এই পর্তুগিজ উইঙ্গার।এই রিৎজ-কার্লটন রিজার্ভের প্রতিটি ভিলার দাম শুরু হয়েছে ১৫.৫ মিলিয়ন সৌদি রিয়াল (প্রায় ৩১ লাখ পাউন্ড) থেকে। পুরো প্রকল্পে মাত্র ১৯টি অতি-ব্যক্তিগত বাসস্থান রয়েছে, যা প্রাকৃতিক পরিবেশের মাঝে উন্নত সেবা ও একান্ত ব্যক্তিগত জীবন নিশ্চিত করে।নিজের নতুন আবাস সম্পর্কে রোনালদো বলেন, “প্রথমবার পরিদর্শনের মুহূর্ত থেকেই আমি এবং জর্জিনা এই দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্যের প্রেমে পড়ে যাই।
এখানে আমরা প্রশান্তি খুঁজে পাই। এখন এখানে আমাদের নিজস্ব ঘর থাকায় আমরা যেকোনো সময় পরিবারের সঙ্গে সম্পূর্ণ নির্জনতা ও শান্তিতে সময় কাটাতে পারব।”ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী, ২০০২ থেকে ২০২৩ সালের মধ্যে রোনালদো শুধুমাত্র বেতন বাবদ আয় করেছেন ৫৫০ মিলিয়ন ডলারেরও বেশি। এছাড়া নাইকির সাথে তার দশ বছরের চুক্তির মূল্য বছরে প্রায় ১৮ মিলিয়ন ডলার।
আরমানি এবং ক্যাস্ট্রলের মতো বিশ্বখ্যাত ব্র্যান্ডগুলোর সাথে অংশীদারিত্ব থেকে তার অর্জিত অর্থের পরিমাণ ১৭৫ মিলিয়ন ডলার ছাড়িয়েছে।২০২৩ সালে সৌদি ক্লাব আল-নাসরে যোগ দিয়ে তিনি ইতিহাসের সর্বোচ্চ বেতনভুক্ত ফুটবলার হন। সেখানে তার বার্ষিক বেতন ১৭৭ মিলিয়ন পাউন্ড (২৩৭.৫ মিলিয়ন ডলার)। পাশাপাশি বোনাস এবং ক্লাবের ১৫ শতাংশ মালিকানাও তার রয়েছে বলে জানা গেছে।সম্পদের দিক থেকে ৩৯ বছর বয়সী রোনালদো এখন মাইকেল জর্ডান, টাইগার উডস এবং রজার ফেদেরারের মতো এলিট অ্যাথলেটদের ক্লাবে জায়গা করে নিয়েছেন।উল্লেখ্য, রোনালদোর চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি তার ক্যারিয়ারে প্রাক-ট্যাক্স বেতন বাবদ প্রায় ৬০০ মিলিয়ন ডলার আয় করেছেন।

আরও পড়ুন