১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সিআরবির মেলায় দুই নারীকে চেয়ার দিয়ে বেধড়ক পেটালো যুবক, ভিডিও ভাইরাল

অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরের সিআরবি এলাকায় বিজয় মেলায় দুই নারীকে চেয়ার দিয়ে বেধড়ক পেটাচ্ছেন এক যুবক। একপর্যায়ে তাঁদের একজন মাটিতে পড়ে গেলেও সেখানে চেয়ার দিয়ে মারতে দেখা যায় ওই যুবককে। পাশের আরেক নারী এগিয়ে এলে তাঁকেও মারধর করা হয়। আজ বৃহস্পতিবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুক এমন একটি ভিডিও ছড়িয়ে পড়ে।
এ ব্যাপারে জানতে চাইলে সিআরবি পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু সাইদ জানান, ঘটনার পর আহত দুই নারী ফাঁড়িতে এসে মৌখিক অভিযোগ দেন। পরে সেখানে গিয়ে কাউকে পাওয়া যায়নি। সেখান থেকে দুই নারী চলে যান। সেদিন মানুষের ভিড় ছিলো, এছাড়া বেশ কয়েকটি দোকানে মারামারির ঘটনা ঘটে। এই ঘটনায় ভিডিও দেখে অপরাধীদের সনাক্ত করার চেষ্টা চলছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিজয় দিবস ঘিরে গত রোববার থেকে মঙ্গলবার সিআরবি শিরীষতলা এলাকায় তিন দিনব্যাপী বিজয় মেলার আয়োজন করে চট্টগ্রাম জেলা প্রশাসন। মেলাকে কেন্দ্র করে আশপাশে বিভিন্ন ভাসমান দোকান গড়ে উঠে।মেলায় মঙ্গলবার বিভিন্ন দোকানে আগে-পরে খাবার দেওয়া নিয়ে বেশ কয়েকটি দোকানে মারামারির ঘটনা ঘটে। ছড়িয়ে পড়া ২৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, মূল মেলার বাইরে খাবারের দোকানে এক যুবক দুই নারীকে প্লাস্টিকের চেয়ার হাতে বেধড়ক পেটাচ্ছেন। নারীদের একজন মাটিতে লুটিয়ে পড়েন। এরপরও চেয়ার দিয়ে মারতে থাকেন ওই যুবক। পাশ থেকে আরেক নারী এগিয়ে এলে তাকেও চেয়ার হাতে মারধর করেন ওই যুবক। পাশে আরও দুই যুবককে হাতাহাতি করতে দেখা যায়।

আরও পড়ুন