অনলাইন ডেস্ক : আগামী শুক্রবার দাফন করা হবে সাংবাদিক ও কন্টেন্ট ক্রিয়েটর নাহিদ রিয়াসাদের মরদেহ। মঙ্গলবার দিবাগত রাতে কার্ডিয়াক অ্যারেস্টে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৪০ বছর। রাজধানীর ধানমণ্ডির বাসায় নাহিদ রাত আড়াইটায় বুকে ব্যাথা অনুভব করলে দ্রুত হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
নাহিদ রিয়াসাদের আত্মীয় মাধুরী বৃহস্পতিবার দুপুরে বলেন, নাহিদ রিয়াসাদের বোন যুক্তরাষ্ট্রে থাকেন। তিনি রওনা দিয়েছেন। আজ পৌঁছার কথা। এছাড়াও তার মামা অস্ট্রেলিয়ায় থাকেন।তিনি আসছেন। আগামীকাল শুক্রবার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের বাবুরাইলে দাফন করা হবে। নাহিদ রিয়াসাদের মরদেহ বারডেমের হিমঘরে রাখা হয়েছে।মাধুরী বলেন, ওইদিন মধ্যরাতে বুকে ব্যথা অনুভব করেন।
কার্ডিয়াক অ্যারেস্ট হয়। মাত্র কয়েক মিনিটের মধ্যে সব শেষ হয়ে যায়। হাসিপাতালে নিয়ে যাওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়।
নাহিদ ব্যক্তিগতভাবে ভ্লগ করতেন। সামাজিক মাধ্যমে ভিডিও বানিয়ে তিনি পরিচিতি পেয়েছিলেন।এ ছাড়া টাইমস অব বাংলাদেশ নামের একটি গণমাধ্যমে কাজ করতেন।





