২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ওসমান হাদি ‘লাইফ সাপোর্টে’, এখনো গুলি বের করা যায়নি

অনলাইন ডেস্ক : গুলিবিদ্ধ ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে ‘লাইফ সাপোর্ট’ দেওয়া হয়েছে। বুলেটটি (গুলিটি) তার মাথার ভেতরে রয়েছে।ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালকের দপ্তর বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়েছে।এদিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. মোশকাত আহমেদ জানান, শরিফ ওসমান হাদির অবস্থা খুবই গুরুতর।তার মাথায় গুলি লেগেছে। তিনি এখন কোমায় আছেন।জানা যায়, শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানী বিজয়নগরের কালভার্ট এলাকায় অস্ত্রধারীরা তাকে গুলি করে। তাকে উদ্ধার করে ২টা ৩৫ মিনিটে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়।

 

আরও পড়ুন