জীবনযাপন ডেস্ক : রসুন খাওয়ার অসংখ্য উপকারিতা রয়েছে। অনেকেই নিয়মিতভাবে রান্নায় রসুন ব্যবহার করেন, কিন্তু কাঁচা রসুন খেলে স্বাস্থ্যগত সুবিধা আরো বেশি পাওয়া যায়। রসুনে রয়েছে গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ, যা শরীরের নানা সমস্যা কমাতে সাহায্য করে। চলুন, জেনে নিই রসুনের প্রধান উপকারিতা।
১। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি
রসুনে অ্যান্টিমাইক্রোবিয়াল, অ্যান্টিভাইরাল উপাদান এবং আলিসিন থাকে। এগুলো শরীরের রোগ প্রতিরোধকারী কোষকে সক্রিয় রাখে এবং সংক্রমণ বা ইনফেকশন প্রতিরোধে সাহায্য করে।
২।সর্দি ও কাশির সমস্যায় উপকার
রসুনের অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান সর্দি, কাশি ও শ্বাসনালী সংক্রান্ত সমস্যা কমাতে ওষুধের মতো কাজ করে। সকালে খালি পেটে একটি কোয়া কাঁচা রসুন খেলে এসব সমস্যা সহজে নিয়ন্ত্রণে আসে।
৩। হজম শক্তি বৃদ্ধি
রসুন প্রিবায়োটিক হিসেবে কাজ করে।
এটি অন্ত্রে ভালো ব্যাকটেরিয়ার বৃদ্ধি ঘটায় এবং হজম প্রক্রিয়া ভালো রাখতে সাহায্য করে।
৪। ওজন কমাতে সাহায্য
রসুন শরীরের থার্মোজেনেসিস বা শক্তি খরচ বৃদ্ধি করে, যার ফলে অতিরিক্ত মেদ কমে। তাই ওজন নিয়ন্ত্রণে রাখতে রসুন খাওয়া উপকারী।
৫।পুষ্টিগুণ সমৃদ্ধ
রসুনে রয়েছে ভিটামিন বি৬, ভিটামিন সি, ম্যাঙ্গানিজ, সেলেনিয়াম, ফাইবার। এছাড়া আছে ক্যালসিয়াম, কপার, পটাসিয়াম, ফসফরাস ও আয়রন। এই সব উপাদান শরীরের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী।
সংক্ষেপে, কাঁচা রসুন নিয়মিত খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, হজম ভালো থাকে, সর্দি-কাশি কমে, ওজন নিয়ন্ত্রণে আসে এবং শরীর পুষ্টিগুণে সমৃদ্ধ হয়।সূত্র: এবিপি





