অনলাইন ডেস্ক: রংপুরের তারাগঞ্জে বীর মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় (৭২) ও তাঁর স্ত্রী সুবর্ণা রায় (৬৫) হত্যার ঘটনায় থানায় মামলা করা হয়েছে। অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে নিহত দম্পতির ছেলে শোভেন চন্দ্র রায় গতকাল রবিবার (৭ ডিসেম্বর) রাতে তারাগঞ্জ থানায় মামলাটি করেন।আজ সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে তারাগঞ্জ থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।গতকাল রবিবার সকালে উপজেলার কুর্শা ইউনিয়নের উত্তর রহিমাপুর গ্রামের নিজ বাড়ি থেকে মুক্তিযোদ্ধা দম্পতির রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ।এই নৃশংস হত্যাকাণ্ডে পুরো এলাকায় চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে। গ্রামবাসী থেকে শুরু করে স্থানীয় জনপ্রতিনিধিরা এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।এদিকে এ হত্যাকাণ্ডে স্থানীয় জনমনে চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে। দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে তারা।নিহত দম্পতির স্বজনরা শোকগ্রস্ত কণ্ঠে বলেন, ‘যারা এভাবে হত্যাকাণ্ড ঘটিয়েছে, তারা মানুষ নয়। আমরা শুধু চাই, দ্রুত হত্যাকারীরা ধরা পড়ুক এবং কঠিন শাস্তি পাক।’পুলিশ জানায়, মামলা দায়েরের পর পুলিশ তদন্ত জোরদার করেছে। ঘটনাটি এখন তারাগঞ্জসহ পুরো রংপুরজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, ‘মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় ও তার স্ত্রীকে হত্যার ঘটনায় নিহতের বড় ছেলে শোভেন চন্দ্র রায় বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে। আমরা ইতোমধ্যেই বিভিন্ন দিক খতিয়ে দেখছি এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’ওসি আরো বলেন, ‘ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ গভীরভাবে তদন্ত করছে। ঘটনাস্থল থেকে গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করা হয়েছে।খুব দ্রুতই হত্যায় জড়িতরা আইনের আওতায় আসবে বলে আশা করছি।’




