৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বড় লাফ বাংলাদেশের তিন ক্রিকেটারের

ক্রীড়া ডেস্ক : আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ২-১ সিরিজ জয়ের পর আইসিসির সর্বশেষ টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে দারুণ অগ্রগতি হয়েছে বাংলাদেশের তিন ক্রিকেটারের। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই দেখা গেছে টাইগারদের উল্লেখযোগ্য উন্নতি।ব্যাটিং তালিকায় সবচেয়ে বড় লাফ দিয়েছেন তরুণ ওপেনার পারভেজ হোসেন ইমন। সিরিজজুড়ে আক্রমণাত্মক ব্যাটিংয়ের প্রতিফলন মিলেছে র‌্যাঙ্কিংয়ে, এক লাফে ২১ ধাপ ওপরে উঠে তিনি এখন ৩৮তম স্থানে।তাকে ঘনিষ্ঠভাবে অনুসরণ করেছেন আরেক ব্যাটার তাওহিদ হৃদয়। সিরিজে ধারাবাহিক ব্যাটিংয়ের ফলে ৫ ধাপ এগিয়ে যৌথভাবে ৪২তম স্থানে জায়গা করে নিয়েছেন তিনি। তরুণ এই দুই ব্যাটারের উন্নতিই ভবিষ্যতের জন্য বড় স্বস্তি এনে দিয়েছে টিম ম্যানেজমেন্টকে।শুধু ব্যাটার নয়, বোলারদের র‌্যাঙ্কিংয়েও দেখা গেছে বাংলাদেশের উত্থান।
অভিজ্ঞ বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান আবারও নিজের সেরা ফর্মের প্রমাণ দিয়েছেন। আয়ারল্যান্ড সিরিজে ধারাবাহিক উইকেট নেওয়ার পুরস্কার হিসেবে তিনি ২ ধাপ এগিয়ে উঠে এসেছেন টি-টোয়েন্টি বোলারদের তালিকায় ৮ নম্বরে। শীর্ষ দশে তার এই প্রত্যাবর্তন বাংলাদেশ দলের জন্য দারুণ ইতিবাচক বার্তা।

আরও পড়ুন