বিনোদন ডেস্ক : ২০১৭ সালের ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ খেতাব জয়ী জেসিয়া ইসলাম এবার বিশ্ব মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। মডেল ও অভিনেত্রী জেসিয়া ‘মিস ইন্টারন্যাশনাল ২০২৫’-এ অংশ নিয়ে সেরা ২০ সুন্দরীর মধ্যে জায়গা করে নিতে চান।
সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও বার্তায় জেসিয়া বলেন, “আমি আপনার সাপোর্টেই আরও এগিয়ে যেতে পারি, টপ টুয়েন্টিতে জায়গা করতে পারি। আমাকে সাপোর্ট করতে ‘মিস ইন্টারন্যাশনাল’ অ্যাপ ডাউনলোড করুন। প্রথম ভোট ফ্রি, তাই পরিবার ও বন্ধুদেরও উৎসাহিত করুন।”
জেসিয়ার লক্ষ্য কেবল ব্যক্তিগত জয় নয়। তার কথায়, ‘জিতলে শুধু আমি জিতব না, জিতবে পুরো বাংলাদেশ। সবাই আমাকে সাপোর্ট করবেন, বিশ্ব দরবারে বাংলাদেশকে এগিয়ে নিতে।’মডেলিং ও নাটকের পাশাপাশি জেসিয়াকে দুটি চলচ্চিত্রেও দেখা গেছে। ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার মনস্তাত্ত্বিক থ্রিলার ‘দরদ’-এ অতিথি শিল্পী হিসেবে অভিনয় করেছেন। এছাড়া ‘মাসুদ রানা-৯’ ছবিতে এজেন্ট চরিত্রে দেখা গেছে তাকে।অতীতে তার ব্যক্তিগত জীবনও বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিল। ইউটিউবার সালমান মুক্তাদিরের সঙ্গে প্রেমের কারণে এক রাতে প্রকাশ্যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল, যা নেট দুনিয়ায় সমালোচনার সৃষ্টি করেছিল।





