৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শেখ হাসিনার সন্ধানে হারানো বিজ্ঞপ্তির মাইকিং

অনলাইন ডেস্ক : কোনো ব্যক্তি বা শিশু হারিয়ে গেলে যেভাবে মাইকিং করতে শোনা যায়, তারই অনুকরণে আদালত চত্বরে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্ধানে মাইকিং করা হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় এমনই মাইকিং করতে শোনা যায়।এ সময় মাইকে বলতে শোনা যায়, ‘একটি হারানো বিজ্ঞপ্তি। একটি হারানো বিজ্ঞপ্তি।
আমাদের হাসিনা খালা (শেখ হাসিনা) গত ৫ আগস্ট সপরিবারে হারিয়ে গেছেন। যদি কোনো সৎ-হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পান, তবে তাকে হাইকোর্টের ফাঁসির মঞ্চে পৌঁছে দেবেন। একটি হারানো বিজ্ঞপ্তি। একটি হারানো বিজ্ঞপ্তি…।’এদিকে শেখ হাসিনাসহ তিন আসামির রায় ঘোষণাকে কেন্দ্র করে আদালত এলাকায় জড়ো হন নানা শ্রেণি-পেশার মানুষ। সেখানে জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। আজ সোমবার (১৭ নভেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ রায় ঘোষণা করেন। একই অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায় দেন আদালত।অপর আসামি ও পরে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের পাঁচ বছরের কারাদণ্ডের রায় দেন আদালত।
এর আগে গত ১৩ নভেম্বর আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি চলাকালে কক্সবাজারে শেখ হাসিনার সন্ধান চেয়ে মাইকিং করা হয়। ওই ঘোষণায় বলা হয়, ‘একটি হারানো বিজ্ঞপ্তি! একটি হারানো বিজ্ঞপ্তি! গত ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশ থেকে একজন ৭০ বছরের আপা হারিয়ে গেছে। ৭০ বছর বয়সী একজন দাদি হারিয়ে গেছে। কোনো হৃদয়বান ব্যক্তি যদি ওই দাদির খোঁজ পেয়ে থাকেন, তাহলে সরকারপ্রধান বরাবর যোগাযোগ করবেন।
ওই দাদির নাম হাসিনা আপা। যদি কোনো হৃদয়বান ব্যক্তি হাসিনা আপার সন্ধান পান, তাহলে আমাদের বরাবর যোগাযোগ করতে পারবেন। সন্ধানদাতা ভাইয়ের জন্য বিশেষ আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা রয়েছে।’

আরও পড়ুন