১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে ডেঙ্গুতে ১০ বছরের শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে নাদিয়া জান্নাত তাসকিয়া নামে ১০ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ২২ জনের মৃত্যু হয়েছে। ডেঙ্গুতে মৃত্যু হওয়া তাসকিয়া মঙ্গলবার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন এবং ওই দিনই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নগরের বিভিন্ন হাসপাতালে ৩৪ জন ভর্তি হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৯৮৩ জনে। এর মধ্যে ২ হাজার ৯৮ জন পুরুষ, ১ হাজার ১৭৬ নারী এবং ৭০৯ জন শিশু।

আরও পড়ুন